#Pravati Sangbad Digital Desk:
বহিরাগত প্রাক্তনদের কোন উপযুক্ত কারণ ছাড়া প্রবেশ নিষেধ, এই কথা বলে কিছুদিন আগে একটি নিষেধাজ্ঞা জারি করে কলেজ কর্তৃপক্ষ, কলেজে কিছুদিন আগেই আর্থিক সংকট মেটানোর জন্য প্রাক্তন ছাত্র ও সরকারের কাছে অর্থসহযোগিতা দাবি করে চিঠি লেখেন যাদবপুর কলেজের তরফ থেকে। রাজ্যের বিশেষ বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে একটি অন্যতম বিশ্ববিদ্যালয় যাদবপুর বিশ্ববিদ্যালয়। কিছুদিন ধরে নানান রকম ঘটনা সম্মুখীন হতে হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়, তাই কলেজ কর্তৃপক্ষ তরফ থেকে বহিরাগতদের কোন কারন ছাড়া প্রবেশ নিষেধের কথা জানানো হয়। তবে এই নিষেধাজ্ঞা মানতে নারাজ কলেজের এক অংশের ছাত্র-ছাত্রী, তাদের বক্তব্য বহিরাগত নিষেধাজ্ঞা ক্যাম্পাসে একেবারে সঠিক হয়নি। ক্যাম্পাস প্রত্যেকের জন্য, তবে এর বদলে কি করে ক্যাম্পাস দিয়ে মদ মাদকবিহীন করা যায় সেদিকটা ভাবতে হবে। এবং সেই মতো বদদোক্ষেপ নেওয়া হবে। কলেজের একাংশ ছাত্র ছাত্রীরা ইউনিয়ন ও কলেজ কর্তৃপক্ষের সাথে একসাথে বসে মিটিং এর মাধ্যমে ব্যাপারটা ঠিক করার সিদ্ধান্ত নেয়।কলেজের প্রত্যেকটি গেটে যেখানে লেখা হয়েছিল বহিরাগতদের প্রবেশ নিষেধ বিনা কারণ ছাড়া সেই বোর্ডগুলি সরানো সিদ্ধান্ত নেওয়া। কলেজ কর্তৃপক্ষ জানায় কোন রাজনৈতিক বা সামাজিক কাজে বাধা দেওয়ার জন্য এমন নিষেধাজ্ঞা জারি করা হয়নি। কলেজ ক্যাম্পাস কে মাদকমুক্ত করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এখন এই মুহূর্তে সে নিষেধাজ্ঞা বোর্ড সরিয়ে ফেলে। বিশ্ববিদ্যালয় ইউনিয়ন ও বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ মিলে আরো একটি মিটিং এর সিদ্ধান্ত নেয়। এ মিটিংয়ে ঠিক করা হবে কিভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কে মদ মাদক মুক্ত করা যায়