Flash News
    No Flash News Today..!!
Saturday, January 10, 2026

গুরুতর অসুস্থ ঐন্দ্রিলা

banner

journalist Name : Srimita Sasmal

#Pravati Sangbad Digital Desk:

স্বপ্ন পূরণ এর বয়সে ক্যান্সার আকড়ে ধরেছিল পুরো শরীর কে। যে বয়সে বাকিরা রঙিন স্বপ্ন দেখছে ,নিজেদের জীবনের আনন্দ অনুভব করছে সেই বয়সে দিনের পর দিন হাসপাতালে ভেন্টিলেটর এ দিন কাটিয়েছেন।তবে কখনোই ভাগ্যের কাছে হার মানেন নি ,দাঁতে দাঁত চেপে লড়াই করে গেছেন। আর ক্যান্সার এর ভয়াবহতা কে হার মানিয়েছেন ।তিনি আর অন্য কেউ না ,তিনি হলেন টলিপাড়ার অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। ২০১৫ সালে ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর থেকে হাসপাতালের বেডে প্রতিনিয়ত লড়াই করে গেছেন। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন তিনি ।ক্যান্সার কে হার মানিয়ে জীবনের সঠিক ছন্দে ফিরছিলেন। জীবনের এই কঠিন পথে সব সময় তার পাশে পেয়েছেন তার প্রিয় জন টলিউড পাড়ার অভিনেতা সব্যসাচী চৌধুরী কে। গত ৩১শে অক্টোবর ছিল সব্যসাচীর জন্মদিন ।সেদিন ঐন্দ্রিলা ,"আমার বেঁচে থাকার কারণ "লিখে সব্যসাচী ও তার একটা ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায় ।কিন্তু হঠাৎ তার জীবনে নেমে আসে নতুন বিপর্যয়। মঙ্গলবার রাতে আচমকা গুরুতর অসুস্থ হয়ে পড়েন ঐন্দ্রিলা শর্মা। হাসপাতালের হাওড়ার আন্দুলে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন এখন তিনি ।তার ব্রেইন স্ট্রোক হয়েছে বলেই জানা যাচ্ছে ।অপারেশনের সময় শরীরের একদিক পুরো অসাড় হয়ে গিয়েছে বলেও জানা যাচ্ছে। মঙ্গলবারের তুলনায় বুধবার তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও ৪৮ ঘণ্টা না কাটা পর্যন্ত সঠিক উত্তর দিতে পারছেন না ডাক্তারেরা ।ওই বেসরকারি হাসপাতালে ঐন্দ্রিলার পুরো পরিবারের সাথে সব্যসাচী উপস্থিত রয়েছে বলে জানা যাচ্ছে। 'ঝুমুর 'ধারাবাহিক দিয়ে ঐন্দ্রিলা তার ক্যারিয়ার শুরু করেন। এরপর তিনি নানান শো ও ধারাবাহিকে কাজ করেছেন ।আগের বছর দাদাগিরিতে এসেও তিনি নৃত্য পরিবেশন করে দর্শকের মন জয় করেছিলেন ।এখনো তার একটি ওয়েব সিরিজের কাজ করার কথা ছিল ।কিন্তু তার আগেই অসুস্থ হয়ে পড়েন তিনি। তার অনুরাগীরা তাকে তার লড়াকু মানসিকতার জন্যই চেনে, যে কখনো হারতে জানে না ।তাই তার অনুগামীদের দৃঢ় বিশ্বাস সে ঠিক সুস্থ হয়ে ফিরবে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News