Flash News
Monday, September 22, 2025

অমিতাভের নাতনিকে মন দিয়েছেন সিদ্ধান্ত

banner

journalist Name : Sampriti Gole

#Pravati sangbad Digital Desk:

'গেহরাইয়া' অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদী বিগ বি র নাতনি নভ্যা নাভেলী নন্দার সঙ্গে সম্পর্কে রয়েছে বলে গুঞ্জন রয়েছে। যদিও অভিনেতা বা অমিতাভ বচ্চনের নাতনি কেউই তাদের সম্পর্কের কথা স্বীকার করে নেয়নি। তবে প্রথমবারের মতো সিদ্ধান্ত এই সম্পর্কের কথা কিছুটা স্বীকার করেছে। তাঁর আসন্ন ছবি 'ফোন বুথ' এর প্রচার করতে গিয়েছিলেন। তখন তাঁকে এবং সহ-অভিনেতা ঈশান খট্টরকে একটি গুজব শেয়ার করতে বলেছিলেন যা তারা সত্য বলে মনে করেন। 
এই বিষয়ে সিদ্ধান্ত গুডটাইমসকে বলেন যে তিনি যে প্রেম করছেন, কাউকে দেখছেন সেটা সত্যি হলে ভালো হতো। অন্যদিকে ঈশান বলেন তাঁর জীবনযাপন এবং মূল সম্পত্তির বিষয়ে যে কথা শোনা যায় সেটা সত্যি হলে ভালো হতো।
হ্যালোইন উপলক্ষ্যে সিদ্ধান্ত চতুরবেদি শক্তিমান সেজেছিলেন। এবং সেই সংক্রান্ত একটি পোস্ট করেন ইনস্টাগ্রামে। এবং সেখানে ক্যাপশনে লেখেন যে সরি শক্তিমান। সেই পোস্টে বাকিদের সঙ্গে নব্য নভেলিও ডাবল ট্যাপ করেছেন।
নব্য নভেলি এবং সিদ্ধান্ত চতুরবেদিকে মণীশ মালহোত্রার দিওয়ালি পার্টিতে দেখা গেলেও তাঁরা একত্রে সেখানে যাননি। তবে পাপারাজ্জিরা তাঁদের সঙ্গে মজা করেন। সিদ্ধান্তকে বলেন, 'দাঁড়িয়ে যান না, নব্যজী আসছেন তো।' অন্যদিকে নব্য নভেলিকে বলেন, 'নব্য কেউ আপনার অপেক্ষা করছে তো।' কিন্তু এই বিষয়ে তাঁরা কেউই মুখ খোলেননি।
এদিকে ক্যাটরিনা কাইফের বিপরীতে 'ফোন ভূত'-এ দেখা যাবে এমন সিদ্ধান্তকে এবং অনন্যার বিপরীতে 'খো গে হাম কাহান' র বিপরীতে ও দেখা যাবে তাকে। পরবর্তী চলচ্চিত্রটি জোয়া আখতার পরিচালনা করছেন এবং আদর্শ গৌরবও আসন্ন চলচ্চিত্রের একটি অংশ।
নভ্যা নন্দা , বিগ বি-র নাতনি তার পডকাস্ট 'হোয়াট দ্য হেল নভ্যা'-এর জন্য শিরোনাম উঠে এসেছে। নিউ ইয়র্কের ফোর্ডহ্যাম ইউনিভার্সিটি থেকে ডিজিটাল টেকনোলজি এবং ইউএক্স ডিজাইনে স্নাতক সম্পন্ন করার পর, তিনি 'আরা হেলথ' নামে নারীদের জন্য একটি অনলাইন স্বাস্থ্যসেবা পোর্টালের সহ-প্রতিষ্ঠাতা হয়ে ব্যবসা জগতে পা রাখেন। তিনি প্রায়ই তার সামাজিক মিডিয়া অ্যাকাউন্ট ব্যবহার করে নারী এবং শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেন।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

ব্যক্তিত্ব রাজনৈতিক আন্তর্জাতিক
Related News