Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

৩০ লক্ষ মানুষের কর্মসংস্থানের দায়িত্ব নিলেন মুখ্যমন্ত্রী

banner

journalist Name : Akash Sarkar

#Pravati Sangbad Digital Desk:

নবান্নের তরফে বারংবার কেন্দ্রের কাছে আবেদন জানিয়ে মিলছে না ১০০ দিনের কাজের টাকা। এই বিরুদ্ধে বারবার অভিযোগ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় বঞ্চনার জেরে গত সাত মাস ধরে প্রকল্পের সঙ্গে যুক্ত দেড় কোটির বেশি শ্রমিক কর্মচারী বঞ্চিত হয়ে রয়েছেন মজুরি থেকে।
জটিল এই পরিস্থিতিতে কর্মহীন মানুষদের জন্য বিকল্প কাজের ব্যবস্থা করতে উদ্যোগ নিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর নির্দেশে ১০০ দিনের প্রকল্পে কর্মহীনদের রাজ্যের বিভিন্ন দপ্তরে কাজের ব্যবস্থা করা হচ্ছে।
নবান্ন সূত্রে খবর, এখনো অবধি রাজ্যের ৪২ টি গুরুত্বপূর্ণ দপ্তরের মাধ্যমে প্রায় ৩০ লক্ষ মানুষের কাজের ব্যবস্থা করেছেন মমতা। মজুরি বাবদ নিজস্ব তহবিল থেকে রাজ্য খরচ করেছে প্রায় ১২০০ কোটি টাকা। বিকল্প কর্মসংস্থানের এই ব্যবস্থায় এখনও পর্যন্ত ৫ কোটি ১৮ লক্ষ শ্রমদিবস তৈরি হয়েছে। নির্দেশ বাস্তবায়িত করতে রাজ্যের ১৪ টি গুরুত্বপূর্ণ দপ্তরের প্রধান, সব জেলাশাসক ,দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা শাসক এবং জেলার নোডাল অফিসারদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যসচিব। বৈঠকে পঞ্চায়েত, সেচ পিএইচই ,পূর্ত ,মত্‍স্য, গ্রাম, নগরন্নোয়নের মতো দপ্তরের প্রতিনিধিরা থাকবেন। 
নবান্ন সূত্রে খবর, কেন্দ্রের বঞ্চনার জবাব দিতে কর্মহীন মানুষের জন্য মোট ৬৪,৯৭৯ টি প্রকল্পের মাধ্যমে কাজের ব্যবস্থা করা হয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি ৫১,৫৬৮ প্রকল্প চালাচ্ছে পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তর। পঞ্চায়েত দপ্তরের প্রকল্পগুলিতে কাজের সংস্থান হয়েছে সাড়ে ২৩ মানুষের। কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে কেবল সোচ্চারই নয়, কাজেও রাজ্যকে এগিয়ে রাখতে চাইছেন মুখ্যমন্ত্রী।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News