Flash News
Monday, September 22, 2025

মারাঠি তে পা রাখলেন অক্ষয় কুমার

banner

journalist Name : Srimita Sasmal

#Pravati Sangbad Digital Desk:

বলিউড এর খিলাড়ি কুমার এর বয়স নাকি পঞ্চান্ন।এই কথা অবশ্য বিশ্বাস করতে নারাজ নেটিজেন রা।বিশ্বাস করবেন ই বা কি করে?যেখানে বলিউপাড়ায় খানেরা বছরে একটি সিনেমা অথবা কোনো বছর নীল থাকছেন ,সেখানে অক্ষয় কুমার প্রতি তিন মাসে একের পর এক সিনেমা উপহার দিয়ে চলেছেন ভক্তদের। ২০২২ এ ইতিমধ্যেই পাঁচটি সিনেমা মুক্তি পেয়েছে তার ।সম্রাট পৃথ্বীরাজ ,রক্ষা বন্ধন, কাটপুতলি, বচ্চন পান্ডে, রাম সেতুর মতো সিনেমা পৌছে গিয়েছে মানুষের কাছে। কিন্তু এগুলির মধ্যে কোনটিই হিটের তকমা পায়নি ।প্রতিটি মুভি ফ্লপ গেছে। গত বছর মুক্তি পাওয়া 'সূর্যবংশী' ছাড়া আর কোনো ছবিতে লাভের মুখ দেখেননি এখন অক্ষয় কুমার। এর জন্য তিনি কম সমালোচিত ও হননি। কখনো বা নেটিজেনরা বলেছেন সময়ের সাথে সাথে সিনেমা থাকে সরে আসার কথা ও। কিন্তু এসব কথার ন্যূনতম তোয়াক্কা না করে অক্ষয় কুমার এবার পা রাখতে চলেছে মারাঠি সিনেমা জগতে ।শোনা যাচ্ছে ,বিখ্যাত অভিনেতা, প্রযোজক ও নির্দেশক মহেশ মান্জরেকরের হাত ধরে মারাঠি সিনেমায় আসতে চলেছেন অক্ষয়। তাও আবার একটি গুরুত্বপূর্ণ ভূমিকায়। 'বাস্তব' ,'অন্তিম', 'দাবাং' খ্যাত পরিচালক মহেশ মান্জরেকার এর নতুন ছবি 'শিবাজী' তে মুখ্য চরিত্রে অভিনয় করবেন অক্ষয় কুমার ।এই ছবিটির চিত্রনাট্য লেখা হয়েছে দীর্ঘ সাত বছরের গবেষণার পর। ছবিটির মূল বিষয়বস্তু হলেন, ছত্রপতি শিবাজী মহারাজ এবং সাতজন বীর যোদ্ধার ছত্রপতি মহারাজের স্বরাজ্যের স্বপ্ন পূরণের ইতিহাসের সেই স্বর্ণালী পাতার গল্প ।ছবিটি প্রসঙ্গে পরিচালক বলেছেন ,ছবিটি নিয়ে তিনি খুবই উৎসাহিত এবং তিনি মনে করেন এই চরিত্রটি জন্য অক্ষয় কুমার ই সঠিক নির্বাচন। সাম্প্রতিক সাংবাদিক সম্মেলনে অভিনেতা জানিয়েছেন তিনি এই প্রস্তাব আগেই পেয়েছিলেন ।বড় পর্দায় এত বড় একটি চরিত্র ফুটিয়ে তোলার জন্য তিনি অধীর আগ্রহী। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে শুভেচ্ছা বার্তা জানিয়ে বলেছেন এই মুভি অবশ্যই সুপারহিট হব এখন দেখার বিষয় ,অক্ষয় কুমার তার এই নতুন প্রয়াস দিয়ে ভক্তদের খুশি করতে পারে কিনা?

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

চলচ্চিত্র
Related News