Flash News
Tuesday, September 23, 2025

মেদিনীপুর দখলে শুভেন্দু ফোবিয়া কাটিয়ে ওঠাই চ্যালেঞ্জ শাসকের

banner

journalist Name : Akash Sarkar

#Pravati Sangbad Digital Desk:

শুভেন্দু অধিকারী ছাড়াই মেদিনীপুর দখলে রাখতে মরিয়া তৃণমূল। সেই মতো পূর্ব মেদিনীপুর জেলার দায়িত্ব দেয়া হয়েছে কুনাল ঘোষকে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে তাই তৎপরতা শুরু করে দিয়েছে শাসক দল। আসলে পঞ্চায়েত নির্বাচনের মাধ্যমে লোকসভার প্রস্তুতি করাতে চাইছে তৃণমূল কংগ্রেস।
পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পঞ্চায়েত সমিতি ২৫ টি আসন তৃণমূলের দখলে। গ্রাম পঞ্চায়েতের ২২৩ টি আসনের মধ্যে ২২৩ টিই তৃণমূলের দখলে। পশ্চিম মেদিনীপুর গ্রাম পঞ্চায়েতের ২১১ টি আসনের মধ্যে ১৮৩ টি আসন বিজেপির দখলে । পঞ্চায়েত সমিতির ২১ টি আসনের মধ্যে কুড়িটি তৃণমূল কংগ্রেসের দখলে। ঝারগ্রাম জেলা পরিষদের ১৬ টি আসরের মধ্যে ১৩ টি তৃণমূল কংগ্রেসের দখলে রয়েছে। ঝাড়গ্রাম গ্রাম পঞ্চায়েতের ৭৯ টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেসের দখলে রয়েছে ৪২ টি আসন। কিন্তু ঝাড়গ্রাম লোকসভার আসন রয়েছে বিজেপির দখলে।
পূর্ব মেদিনীপুর জেলায় জোর টক্কর সেখানে বিজেপির সাতটি আসন এবং তৃণমূলের নয়টি বিধানসভা আসন থাকলেও। জেলার তৃণমূল কংগ্রেসের প্রতীকের ২ সংসদ থাকলেও তারা কার্যত বিজেপি শিবিরে। ঠিক এই অবস্থাতেই কাঁথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভার মাধ্যমে মেদিনীপুরকে বিগ ফ্যাক্টর হিসেবে ভোটের প্রস্তুতি শুরু করে দিতে চাইছে তৃণমূল।
রাজনৈতিক মহল অবশ্য মনে করছে ২০১৮ তে তৃণমূল কংগ্রেসের হয়ে সম্পূর্ণ মেদিনীপুর সামলেছিলেন ছিলেন একা শুভেন্দু অধিকারী। বলা ভালো শুভেন্দু দলের নিচু তলার কর্মীদের সাথে আগেই কাজ সেরে রেখেছেন। শুভেন্দু দল ছাড়ার পরে এই প্রথম সেখানে লড়াই হতে চলেছে গ্রাম দখলের। এখন দেখার শুভেন্দুহীন তৃণমূল কি তাদের দাপট অটুট রাখতে পারবে নির্বাচনী ময়দানে!

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News