#Pravati Sangbad Digital Desk:
আগামী ১১ই ডিসেম্বর থেকে শুরু হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা। নির্দিষ্ট কিছু যোগ্যতার ভিত্তিতে টেট পরীক্ষায় বসার বিজ্ঞপ্তি জারি করলো পর্ষদ। গতকাল অর্থাৎ বুধবার পর্ষদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, স্নাতকস্তরে ৪৫ শতাংশ নম্বর থাকলে টেট এ বসতে পারবেন জেনেরাল ক্যাটাগরির প্রার্থীরা, আর তপশিলি জাতি উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীদের শ্রেণীর প্রার্থীদের জন্য প্রয়োজন ৪০ শতাংশ নম্বর।
আগে পর্ষদ জানিয়েছিল, টেট-এ বসতে হলে স্নাতকে অন্ততপক্ষে ৫০ শতাংশ নম্বর ও বি.এড থাকা বাধ্যতামূলক। ২০১০ সালের ২৩ অগস্টের আগে যাঁরা স্নাতক সহ বি.এড ডিগ্রিধারী, তাঁরাই রিজ়ার্ভ ক্যাটেগরিতে পরীক্ষা দিতে পারবেন বলে জানিয়েছে পর্ষদ।
পুজোর আগে পর্ষদ চেয়ারম্যান গৌতম পাল জানিয়েছিলেন, পরীক্ষার মাধ্যমে প্রাথমিকের ১১ হাজারেরও বেশি শূন্যপদে শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করা হবে। পরে আরও একটি বিজ্ঞপ্তিতে পর্ষদ জানিয়ে দিয়েছিল, ১১ ডিসেম্বর দুপুর ১২টা থেকে আড়াইটে অবধি টেট এর পরীক্ষা চলবে। যত দ্রুত সম্ভব ফল ঘোষণা করা হবে বলেও পর্ষদ সূত্রে জানানো হয়েছে।
তবে, পরীক্ষার বিজ্ঞপ্তি থেকে শুরু করে পরিক্ষার সম্পূর্ণ প্রক্রিয়ার মধ্যে যে স্বচ্ছতা বজায় রাখতে চাইছে রাজ্য সরকার তা কার্যত স্পষ্ট। বারংবার বিজ্ঞপ্তি জারি করে তাই অস্বস্তি এড়ানোর মরিয়া প্রচেষ্টায় নবান্ন।