Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

৮০ তে পা অমিতাভের, মধ্যরাতেই দেখা মিলল শাহেনশাহ-র!

banner

journalist Name : Uddyaloke Bairagi

#Pravati Sangbad Digital Desk:

হ্যাঁ, আজকে তাঁর‌ই আগমন দিবস। যার নাম শুনলে হারিয়ে যেতে হয় বাক্সবন্দী স্মৃতির আড়ালে। যার সিনেমা মানে টিকিট কাউন্টারে ৫ ঘন্টার লাইন, হলভর্তি‌ দর্শকের মাথা আর মূহুর্তে মূহুর্তে হাততালির বন্যা। কখনো তিনি রঙিন পোস্টারে আবার কখনো হরবলার কন্ঠে। তিনি আর কেউ নন, বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। আজ মঙ্গলবার তাঁরই জন্মদিন। যদিও অন্যান্য বছরের তুলনায় এ বছরের জন্মদিনের তফাৎ আছে অনেকটাই। কারণ এবছরের জন্মদিনে তিনি পা দিলেন ৮০ তে। তাই অগণিত ভক্তদের মধ্যে উত্তেজনার পারদ একেবারেই তুঙ্গে। সোমবার রাত থেকেই 'জলসা'-র বাইরের উচ্ছাস চোখে পড়বার মতো। রাত যখন ১২ টা অনুরাগীদের চিৎকারে মাতোয়ারা যখন সমগ্র এলাকা, ঠিক তখনই খুলে যায় জলসা-র মেইন গেট। কন্যাকে সঙ্গে নিয়ে রাতের পোষাকে জলসা'র বাইরে বেড়িয়ে আসতে দেখা যায় বিগ বি - কে। সকল অনুরাগীদের উদ্দেশ্যে হাত জোড় করে অভিবাদন জানাতে দেখা যায় তাঁকে। আবেগাপ্লুত অনুরাগীদের কারোর চোখ তখন অশ্রুসিক্ত আবার কেউ হারিয়েছেন বাক্য। সিংহভাগই একসাথে চিৎকার করে বলে ওঠেন "হ্যাপি বার্থ ডে বিগ বি"। মধ্যরাতের সেই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। করোনাকালীন আবহে নিজেকে ফ্যানেদের থেকে কিছুটা সরিয়ে রাখলেও এবছরে তার এই মধ্যরাতের সারপ্রাইজে খুশি সকলেই। কেবল মধ্যরাতের উত্তেজনাই নয় এক‌ইসঙ্গে নেটপাড়াও মুখরিত অমিতাভের দীর্ঘায়ু কামনায়। জলসা-এ চলছে দীর্ঘ আয়োজন। জানা গেছে স্ত্রী, কন্যা, পুত্র, পুত্রবধূ, নাতনিদের সঙ্গে নিয়েই চলবে এবছরের জন্মদিন উদযাপন। পাশাপাশি তাঁর এই ৮০ তম জন্মদিনে শুভেচ্ছার ডালি নিয়ে হাজির সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি 'গুডবাই' এর শিল্পীরা। সবমিলিয়ে দেশ বিদেশ সর্বত্র‌ই আজ চলছে শাহেনশাহর বার্থ ডে সেলিব্রেশন। প্রভাতী সংবাদের পক্ষ থেকে বিগ বি কে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।

#Source: online/Digital/Social Media News   # Representative Image



Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

বিনোদন
Related News