ধাওয়ানের নেতৃত্বে ১০ বছর আগের ঘটনার হল পুনরাবৃত্তি!

banner

journalist Name : Dipendu Majhi

#Pravati Sangbad Digital Desk:

সাউথ আফ্রিকার সঙ্গে ভারতের দ্বিতীয় ওয়ানডে তে এমন একটি ঘটনা ঘটল , যা শেষ দেখা গিয়েছিল প্রায় আজ থেকে দশ বছর আগে ধোনির অধিনায়কত্বে। কী এমন ঘটনা যা ঘটতে সময় লাগল দশ বছর? আসুন, দেখে নেওয়া যাক! রাঁচিতে ভারত - সাউথ আফ্রিকার দ্বিতীয় ওয়ানডে অনেকগুলি কারণে স্মরণীয় হয়ে থাকবে। ডেভিড মিলারের দুঃখ শোক উপেক্ষা করে খেলতে নামা, মহম্মদ সিরাজের দুর্দান্ত বোলিং, তবে এক‌ইসঙ্গে থ্রো করে বিতর্কে জড়ানো, আইয়ারের সেঞ্চুরি, ইশাণের সেঞ্চুরি মিস করা, ধ‌ওয়ানের টস নিয়ে মজা করা ------ সমস্ত‌ই।

তবে আর‌ও একটি ব্যাপার যে এদিন ঘটে গিয়েছে যেটা হয়তো অনেকেই লক্ষ করেননি। বলুন তো শিখর ধাওয়ান, ইশাণ কিষাণ, কুলদীপ যাদব, শাহবাজ আহমেদ, ওয়াশিংটন সুন্দর ---- এনাদের মধ্যে মিল কোথায়? আপনারা হয়তো বলবেন সবাই ভারতীয় ক্রিকেটার। সেটা অবশ্যই সত্যি কিন্তু এটাই সে চর্চিত বিষয় নয় যা নিয়ে বলছি। ভালো করে লক্ষ করলে বুঝবেন এঁরা প্রত্যেকেই বাঁ হাতে ব্যাট করেন। একসঙ্গে পাঁচ জন লেফ্ট হ্যান্ডার এক‌ই ম্যাচে খুব কমই খেলতে দেখা গেছে। শেষ এমন দেখা গিয়েছিল দশ বছর আগে অর্থাৎ ২০১২ সালে ইন্ডিয়ার সঙ্গে অস্ট্রেলিয়ার একটি ম্যাচে যেখানে অধিনায়কত্ব করেছিলেন মহেন্দ্র সিং ধোনি। এবং সেই ম্যাচের পাঁচ জন লেফ্ট হ্যান্ডার ছিলেন গৌতম গম্ভীর, পার্থিব প্যাটেল, ইরফান পাঠান, রবীন্দ্র জাদেজা ও সুরেশ রায়না। ইন্ডিয়া - সাউথ আফ্রিকার সঙ্গে ট্রাই সিরিজে এখন ১-১ এ অবস্থান করছে ফলাফল , মঙ্গলবার খেলা নির্ধারণ করবে সিরিজের অন্তিম পরিণতি।

#Source: online/Digital/Social Media News   # Representative Image

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

ক্রিকেট
Related News