Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে নাটকীয় জিত ভারতের! ম্যাচের সেরা শ্রেয়স আইয়ার।

banner

journalist Name : Dipendu Majhi

#Pravati Sangbad Digital Desk:

প্রথম ওয়ানডে তে হারের পর , দ্বিতীয় ওয়ানডে তে অভাবনীয় জিত ভারতের। শ্রেয়স আইয়ারের অনবদ্য ১১৩ রানের ইনিংস , যেখানে রয়েছে ১৫ টি চার , অন্যদিকে ইশাণ কিষণের ৮৪ বলে ৯৩ রানের দুর্ধর্ষ ঝোড়ো ইনিংস ভারতকে সিরিজ লেভেল করতে অনেক সুবিধা করে দিল এ- দিন ! সাউথ আফ্রিকার অস্থায়ী অধিনায়ক এ- দিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রাঁচির ওয়ান ডে তে। এবং প্রথমে ব্যাট করে সাউথ আফ্রিকা ৭ উইকেটে করে ২৭৮, তার জবাবে ভারত ৪৫ ওভার ৫ বলেই ৩ উইকেটের বিনিময়ে করে নেয় ২৮২। সাউথ আফ্রিকার হয়ে সর্বোচ্চ রান করেন মার্করাম। ৮৯ বলে তিনি করেন ৭৯, ৭ টা চার আর ১ টা ছয়ের বিনিময়ে। যোগ্য সঙ্গ দেন ডেভিড মিলার, যিনি একদিন আগেই পুত্রীকে হারিয়েছেন। তিনি করেন ৩৪ বলে ৩৫, ৪ টে চারের বিনিময়ে। চূড়ান্ত ফর্মে থাকা কুইন্টন ডি কক' কে এদিন তাড়াতাড়ি ফিরিয়ে দেন মহম্মদ সিরাজ । তিনি করেন মাত্র ৫ রান! ভারত ব্যাট করতে শুরু করলে গিল কিছুটা ছন্দে দেখা দিলেও ( ২৬ বলে ২৮ রান, ৫ টি চারের বিনিময়ে), ভারতীয় অধিনায়ক এদিন ও নিজের আউট অব ফর্ম পারফরমেন্স বজায় রাখলেন। ২০ বলে তিনি করলেন মাত্র ১৩ রান। তবে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় আইয়ার আর কিষণের ১৬১ রানের বিশাল পার্টনারশিপ! কিষণ ম্যাচ শেষে যদিও নিজের সেঞ্চুরি মিস করা নিয়ে দুঃখ প্রকাশ করেন। 

এদিন সিরাজ অসাধারণ বোলিং করেন। ১০ ওভারে মাত্র ৩৮ রান দিয়ে তিনি নিয়ে নেন ৩ উইকেট। কিন্তু হঠাৎ ই ৪৮ ওভারের মাথায় তিনি এমন এক কান্ড করে বসেন, যাতে অনেকেই হতবাক হয়ে যান। বোল করে রিসিভ করার পর হঠাৎ ই তিনি সেটি ছুড়ে মারতে যান নন - স্ট্রাইকার এন্ডে থাকা উইকেটে । তখন সেদিকে দাঁড়িয়ে ছিলেন ডেভিড মিলার। বল উইকেট মিস করে বাউন্ডারি র বাইরে চলে যায়। এতে আম্পায়ার ৪ দিলে অসন্তুষ্ট হন সিরাজ, তাঁর সঙ্গে যোগ দেন আইয়ার ও। যদিও ব্যাপারটা হাস্যকর তা লোকাতে পারেননি ভারতীয় খেলোয়াড় রাও। ধ‌ওয়ান ও সঞ্জুকে হাসতে দেখা যায় এ ঘটনায়।
ম্যাচ শেষে ধ‌ওয়ান প্রথমেই ইয়ার্কির ছলে কেশব ও সাউথ আফ্রিকা কে ধন্যবাদ জানান প্রথমে ব্যাটিং নেওয়ার জন্য, কারণ নিজেও জিতলে ব্যাটিং ই নিতেন বলে দাবী করেন ধ‌ওয়ান! ম্যাচের দ্বিতীয় ভাগে ডিউ ফ্যাক্টরের জন্য ব্যাটিং করা সোজা আর প্রোটিয়ারা যে সেই সুযোগ টা করে দিয়েছে তাই এই ধন্যবাদ জ্ঞাপন ভারতীয় অধিনায়কের। যদিও তিনি ভূয়সী প্রশংসা করেন আইয়ার - কিষাণ দের। এক‌ই সঙ্গে বোলারদের নাম করতেও তিনি ভোলেননি। বিশেষ করে শাহবাজ আহমেদের প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা যায় তাঁকে। সিরিজ লেভেল হয়েছে। এবার দেখা যাক, সিরিজের বিজেতা হয় কোন দল, সব ই সময়ের অপেক্ষা!
 
#Source: online/Digital/Social Media News   # Representative Image

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

ক্রিকেট
Related News