Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

বাংলাদেশের সাংসদের মুখে ভারতের প্রশংসা, উঠে এলো মুক্তি যুদ্ধের স্মৃতি

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

“আমি ভারতের দালালি করবো কিন্তু পাকিস্তানকে কোনোদিন মেনে নেব না”, বাংলাদেশের দিনাজপুরের সংসদ সদস্য মোহাম্মাদ শিবালী সাদিক গত ২শরা অক্টোবর একটি দুর্গা পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে এমনই কথা বলেছেন। তিনি আরও বলেছেন, “আমি লক্ষ বার ভারতকে সমর্থন করবো কিন্তু পাকিস্তানকে সমর্থন করবো না”। উল্লেখ্য, ১৯৭১ সালের মুক্তি যুদ্ধের প্রসঙ্গ টেনেই তিনি এমন বলেছেন। ১৯৭১ সালের মুক্তি যুদ্ধে ভারতীয় সেনার সাহায্যে জয় লাভ করে বাংলাদেশ। জন্ম গ্রহণ করে নতুন স্বাধীন দেশ হিসাবে। প্রসঙ্গত, বাংলাদেশের ওপর পাকিস্তান সেনার অত্যাচার  আমাদের সকলেরই কমবেশি জানা। দিনের পর দিন শসন, শাসন, নিপীড়ন চালিয়েছে পাকিস্তান সেনা। শুধু তাই নয়, মহিলাদের ধর্ষণের সংখ্যাও কম নয়। এদিন তিনি আরও বলেন, “অত্যাচার করেছে মানা যায়, গুলি করে মেরেছে মারা যায়। কিন্তু মা, বোনেদের ওপর যে অন্যায় তারা করেছে তা মানা যায় না। সেই অপবাদ নিয়ে তাদের বেঁচে থাকতে হয়েছে সমাজে”। তিনি ভারতকে শ্রদ্ধা জানিয়ে বলেন, “তখন যদি ভারত মিত্র বাহিনী না পাঠাতো, আমাদের প্রশিক্ষণ না দিত, শরণার্থীদের আশ্রয় না দিত তাহলে আজ আমরা স্বাধীন হতে পারতাম না। শুধু আশ্রয় নয়, তৎকালীন ভারত সরকার খাদ্যের বন্দোবস্তের পাশাপাশি চিকিৎসার ব্যবস্থা করেছিল তারা। আশ্রয় দিয়েছিল আমাদের, তাদের কাছে আমাদের চির ঋণী থাকা উচিৎ”। বর্তমানে বাংলাদেশে পাকিস্তানপন্থী ক্রমবর্ধমান। আর তার বীরুধেই এদিন গর্জে ওঠেন তিনি।

#Source: online/Digital/Social Media News   # Representative Image

 

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

দেশ
Related News