#Pravati Sangbad Digital Desk:
মুকুল রায়, রাজ্য রাজনীতিতে এক রহস্যে ভরা নাম। বর্তমানে তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে স্পষ্ট কারোরই সেইভাবে ধারনা নেই। ২০২১ সালে বিধানসভা ভোটের পরেই তিনি তাঁর পুরনো দল তৃণমূলে ফিরে এসেছিলেন বিজেপি ছেড়ে। আবার অনেক সময় তাঁকে বলতে শোনা গিয়েছে তিনি বিজেপিতেই রয়েছেন। তাই তাঁর রাজনৈতিক অবস্থান চিরকালই দন্দে পরিপূর্ণ। ১৯৯৯ সালে তৃণমূলের জন্মলগ্ন থেকেই তিনি তৃণমূলের সেকেন্ড কম্যান্ড। কিন্তু মাঝে আবার ঘুরে গিয়েছিলেন বিজেপির দিকে। বেশ কিছু বছর দিল্লির নেতাদের সাথে কাটিয়ে আবার পুরনো দলে কামব্যাক করেন। এককালে তৃণমূলের সর্বভারতীয় সভাপতি হওয়ার পরে আর সেইভাবে তৃণমূলে দেখা যায়নি তাঁকে। সেই সময় রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সেকেন্ড ম্যান করা হয়। বর্তমানে তিনি জেলে। তাই খানিকটা অলিখিত ভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সেকেন্ড ম্যান। উল্লেখ্য, দ্বাদশীর দিন মুকুল রায় গিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে। সেখানে প্রায় ১ ঘণ্টা বৈঠক করেন দুই পুরনো সতীর্থ। অন্যদিকে বর্তমানে দেশের বাইরে আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই সময় দুই হেভিওয়েট নেতার বৈঠক খুব একটা ভালো চোখে দেখছেন না রাজনৈতিক বিশেষজ্ঞরা। সামনেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। তার আগে খানিকটা অস্বস্তিতেই রয়েছে রাজ্য সরকার। পাশাপাশি বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল গরু পাচার মামলায় গ্রেফতার হয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এর হাতে। এই মুহূর্তে পঞ্চায়েত ভোট নিয়ে খানিকটা চাপেই রয়েছে তৃণমূল শিবির।
#Source: online/Digital/Social Media News # Representative Image