#Pravati Sangbad Digital Desk:
রাজ্য সরকারের নানা নতুন প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই রাজ্যের অনেক বেকার যুবক যুবতী ই ইতিমধ্যে চাকরির আশা দেখেছেন বা দেখছেন। এবার সেক্ষেত্রে হল নতুন সংযোজন। রাজ্য সরকার খাদ্য দপ্তরের গ্রুপ সি র কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে কিছুদিন আগে। এখানে আবেদনকারী কে কোনোরকম লিখিত পরীক্ষা না দিয়ে, শুধুমাত্র স্কিল টেস্ট ও মৌখিক ইন্টারভিউ দিয়ে ই নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে। দেখে নেওয়া যাক এক্ষেত্রে কিছু খুঁটিনাটি গুরুত্বপূর্ণ তথ্য ।
পদের নাম : ডেটা এন্ট্রি অপারেটর । ( মিড ডে মিল প্রকল্পের আওতায়)
নিয়োগকারী সংস্থার নাম :
ফুড কর্পোরেশন অব ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট আবেদনকারী প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা :
(১) রাজ্য সরকারের অনুমোদিত যে কোনো কলেজ থেকে যে কোনো বিভাগে স্নাতক হতে হবে।
(২) অন্তত ১ বছরের কম্পিউটার কোর্স থাকতে হবে।
পদের জন্য আবেদনকারী দের বয়স হতে হবে ২১-৪০ র মধ্যে। তবে SC/ST রা ৫ বছর ও OBC রা ৩ বছর ছাড় পাবে বয়সের।
আবেদন পদ্ধতি :
এটি মূলত অফলাইন প্রক্রিয়া।
অফিশিয়াল ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন ফর্ম কে A4 সাইজের পেপারে প্রিন্ট আউট করতে হবে। এক কপি রঙিন ছবি এক্ষেত্রে লাগবে। তারপর সেটিকে ফিল আপ করে, একই সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কাম্য ডকুমেন্টস যোগ করে দিতে হবে। তারপর স্পিড পোস্টের মাধ্যমে তা নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস :
(১) বয়সের প্রমাণ পত্র : মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরক্স ।
(২) আধার কার্ড বা ভোটার কার্ডের জেরক্স ।
(৩) সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টসের জেরক্স।
(৪) স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট।
(৫) কম্পিউটার কোর্সের সার্টিফিকেটের জেরক্স।
( ৬) কাস্ট সার্টিফিকেটের জেরক্স।
(৭)এক কপি পাসপোর্ট সাইজের ফটো।
(৮) কোনো ওয়ার্ক এক্সপেরিয়েন্স থাকলে তার সার্টিফিকেটের জেরক্স
( প্রত্যেকটি ডকুমেন্টস এক্ষেত্রে সেল্ফ অ্যাটেস্টেড করতে হবে।)
আবেদনের সময়সীমা :
১৯.৯.২২ - ১.১১.২২
নিয়োগ পদ্ধতি :
আবেদন পত্র জমা দেওয়ার পর, শর্টলিস্ট তৈরি হবে। সেই শর্টলিস্ট অনুযায়ী স্কিল টেস্টের জন্য ও ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ইন্টারভিউ পাস করলে আবেদনকারী চাকরির জন্য নিযুক্ত হবেন।
#Source: online/Digital/Social Media News # Representative Image