Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

পোস্ট অফিসের গ্রাহক দের জন্য নতুন সুখবর ---- Dhanbarsha Post office Scheme, যা মাত্র তিন বছরে আপনাকে পাইয়ে দিতে পারে ১.৫ লক্ষ টাকা!

banner

journalist Name : Dipendu Majhi

#Pravati Sangbad Digital Desk:

আমরা সবাই নিজেদের টাকা কোথাও না কোথাও গিয়ে সঞ্চয় করতে চাই। সঙ্গে চাই কিছু পরিমাণ উদবৃত্ত । আর সে জন্য স্বাভাবিক ভাবেই আমরা ব্যাঙ্ক বা পোস্ট অফিসের দ্বারস্থ হই  , যার মাধ্যমে আমরা সুদে- আসলে পেতে পারি সর্বোচ্চ পরিমাণ অর্থ । তাই নয় কী? তবে আজ  আমরা আলোচনা করব  পোস্ট অফিসের এমন একটা নতুন  স্কিম নিয়ে যার নাম হল ----- ধনবর্ষা ।  নাম দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই যে এই স্কিমে আছে প্রচুর পরিমাণে অর্থ লাভের সুযোগ। আসুন দেখে নেওয়া যাক এর খুঁটিনাটি । এই স্কিমে টাকা রাখতে গেলে প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে :
(১) এই স্কিমের অধীনে টাইম ডিপোসিট অ্যাকাউন্ট ( Time Deposit Account ) থাকতে হবে। 
(২) পরবর্তী ধাপ হল এই অ্যাকাউন্টে ৮.৫ লাখ টাকা বিনিয়োগ করা। এই স্কিমের অধীনে পোস্ট অফিস ৫.৫% হারে সুদ দিয়ে থাকবে। এতে বিনিয়োগকারী ম্যাচুরিটির পর ১০ লক্ষ টাকা পাবেন সর্বোচ্চ।
অর্থাৎ একজন বিনিয়োগকারী ৩ বছরে অতিরিক্ত পাবেন ১.৫ লাখ টাকা। 
বয়সসীমা : অ্যাকাউন্ট খোলার জন্য এক্ষেত্রে ন্যূনতম বয়স হওয়া দরকার ১০ । ১০ বছরের অধীনেও অ্যাকাউন্ট খোলা সম্ভব,তবে সেক্ষেত্রে অভিভাবকের তদারকি তে সব কাজ সম্পন্ন করতে হবে। স্কিমের মেয়াদ হল এক, দুই, তিন ও পাঁচ বছর। অর্থাৎ এতগুলো সময়সীমা য় আপনি বিনিয়োগ করতে পারবেন। তবে আর দেরি কীসের!? তাড়াতাড়ি বিনিয়োগ করুন ধনবর্ষা পোস্ট অফিস স্কিমে আর মাত্র তিন বছরে পেয়ে যান ১.৫ লাখ টাকার অতিরিক্ত ধনরাশি । 




#Source: online/Digital/Social Media News   # Representative Image

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

অর্থনীতি
Related News