হাওড়া ব্রিজে নতুন সংযোজন, বসতে চলেছে ট্রান্সপারেন্ট ডিসপ্লে

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

পোশাকি নাম রবীন্দ্র সেতু হলেও আমাদের সকলের কাছে সে পরিচিত প্রিয় হাওড়া ব্রিজ নামেই। ধীরে ধীরে এই আইকনিক ব্রিজ হয়ে উঠেছে তিলোত্তমার ল্যান্ডমার্ক। ১৯৩৬ সালে ইংরেজদের হাত ধরে ভিত্তি প্রস্তর স্থাপন। তারপরে ১৯৪২ সালে সাধারণের জন্য উন্মুক্ত হয় এই ৮০ বছরের পুরনো বর্ষীয়ান ব্রিজ। জানা যায় সেই অর্থে আনুষ্ঠানিক ভাবে হাওড়া ব্রিজের উদ্বোধন করেনি তৎকালীন ব্রিটিশ সরকার। কারণ ১৯৪২ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তারা হাওড়া ব্রিজকে খানিকটা অগোচরেই রাখতে চেয়েছিল। এবার সেই আইকনিক ব্রিজে রাতের অন্ধকারে শুরু হতে চলেছে লাইট এবং সাউন্ড শো। বসতে চলেছে ট্রান্সপারেন্ট ডিসপ্লে। ইতিমধ্যেই কেন্দ্রীয় তথ্য এবং সংস্কৃতি মন্ত্রকের অনুমোদন মিলেছে। কলকাতা বন্দর কতৃপক্ষ সূত্রে খবর, নতুন রুপে হাওড়া ব্রিজকে সাজিয়ে তুলতে খরচ হবে প্রায় ৩৫ কোটি টাকা। বৈদ্যুতিক যন্ত্রাংশ নির্মাণকারী সংস্থা ফিলিপস-র হাত ধরে কলকাতা বন্দর কতৃপক্ষ কেন্দ্রীয় সরকারের কাছে ব্রিজের সৌন্দর্যায়নের জন্য সুপারিশ পাঠিয়েছিল আগেই, অপেক্ষা ছিল কেন্দ্রের সবুজ সংকেতের। অবশেষে অপেক্ষার অবসান। হাওড়া ব্রিজে লাগতে চলেছে অদৃশ্য ডিসপ্লে, যার আয়তন ১২০০ বর্গফুট। তবে খুব সহজে চোখে পড়বে না এই লাইট এবং সাউন্ড শো-এর জন্য বসানো ডিসপ্লে। সেই কারণে যানজটের  প্রশ্ন উঠছে না। অন্যদিকে দিনের বেলা কোন রকম ব্রিজের আকারে পরিবর্তন দেখা যাবে না। অন্যদিকে ২০২০ সালে ব্রিজে আধুনিক আলো লাগানো হয়েছিল, সেক্ষেত্রে খরচ হয়েছিল প্রায় ১৭ কোটি টাকা। জানা গিয়েছে এই নতুন ডিসপ্লেতে কলকাতার ইতিহাস সম্পর্কে পথ চলতি মানুষকে ওয়াকিবহাল করা হবে।


#Source: online/Digital/Social Media News   # Representative Image
 

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

কলকাতা
Related News