Flash News
    No Flash News Today..!!
Sunday, January 11, 2026

৪১৮ ফুট উঁচু সবচেয়ে লম্বা ভারতের পতাকা স্থাপন আটারি সীমান্তে

banner

journalist Name : Riya Some

#Pravati Sangbad digital Desk:

আটারি সীমান্তে দেশের ৪১৮ ফুট উঁচু লম্বা পতাকা স্থাপনে প্রস্তুত ভারতের ন্যাশনাল হাইওয়ে অথরিটি।পাক পতাকার চেয়েও উচুঁতে উড়বে এই পতাকা।তবে বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপের জেরে পাকিস্তানের সঙ্গে একটি তীব্র পতাকা যুদ্ধ হতে পারে।

ইতিমধ্যেই কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কাছ থেকে অনুমোদনের পরে, এই প্রকল্পের প্রস্তুতি শুরু করে দিয়েছে এনএইচএআই।আটারি সীমান্তে থাকা বর্তমান পতাকাটি ৩৬০ ফুট উঁচু।এটি ২০১৭ সালের মার্চ মাসে ৩.৫ কোটি টাকা ব্যয়ে ইনস্টল করা হয়েছিল।এমনকি এর পরপরই পাকিস্তান সেই বছরেরই আগস্ট মাসে বিপরীত দিকে ওয়াঘা চেকপোস্ট সংলগ্ন একটি পতাকা উত্তোলন করেছিল,যার উচ্চতা ৪০০ ফুট লম্বা।প্রসঙ্গত সেই পাকিস্তানি পতাকার তুলনায় এবার নতুন তেরঙ্গা হবে ১৮ ফুট লম্বা।

এই বিষয়ে এক এনএইচএআই কর্মকর্তা জানিয়েছেন যে, "আমরা চুক্তিটি অনুমোদন করেছি। পতাকা স্থাপনের কাজ সম্ভবত ১৫-২০ দিনের মধ্যেই শুরু হবে। তবে পতাকাটির স্থাপনের অবস্থান এখনও ঠিক করা হয়নি তবে আরডিআর সিকিউরিটি ফোর্স (বিএসএফ) কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী, এটি যৌথ চেকপোস্টের (জেসিপি) দর্শকদের গ্যালারির কাছাকাছি হতে পারে"।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

ঐতিহাসিক দেশ প্রশাসন
Related News