Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

দুর্গাপূজা র পর লক্ষ্মীপুজোতে ও সম্ভাবনা রয়েছে বৃষ্টি হ‌ওয়ার

banner

journalist Name : Dipendu Majhi

#Pravati Sangbad Digital Desk :

এবার পুজোতে যে বৃষ্টি ছিল আমাদের নিত্য সঙ্গী তা আমরা সবাই দেখেছি। তাই অনেকেই অনেক আগে থেকে শুরু করেছিলেন প্যান্ডেল হপিং! যদিও বৃষ্টির জন্য যে খুব একটা অসুবিধা হয়েছে মানুষের ঠাকুর দেখতে সেটাও বলা যায় না। বৃষ্টি হোক বা ভ্যাপসা গরম , মানুষ দলে দলে বেরিয়েছে ঠাকুর দেখতে। সেই সপ্তমী থেকে যে বৃষ্টি শুরু হয়েছিল তা চলবে লক্ষ্মীপুজো পর্যন্ত ,এমনটাই মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর। 
সমগ্র রাজ্যে বৃষ্টির উপস্থিতি থাকবে সোমবার পর্যন্ত। এমনটাই মনে করছেন আবহাওয়া দপ্তরের আধিকারিক রা। রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি দেখা দেবে। যদিও উত্তর বঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা আছে। অর্থাৎ লক্ষ্মীপুজোতেও তে বৃষ্টি হচ্ছে তা বলা বাহুল্য! 

দশমীর দিন ও হাল্কা বৃষ্টিপাত দেখা দিয়েছে। একাদশী তেও সকালবেলা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ভিজিয়েছে শহর কলকাতা কে। তবে আশা করা যায় , হয়তো সোমবারের পর বৃষ্টিমুক্ত হতে চলেছে রাজ্য।
#Source: online/Digital/Social Media News   # Representative Image

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

ধর্ম প্রকৃতি রাজ্য আবহাওয়া উৎসব
Related News