Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

"বিগ বসের ঘরে এখন কিলি পল, আফ্রিকার ইন্সটা স্টার"

banner

journalist Name : Sumu Sarkar

#Pravati Sangbad digital Desk:

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটলো। গত ১ অক্টোবর থেকে শুরু হয়ে গেল 'বিগ বস'-এর ১৬তম সিজন। নতুন মরশুমে সম্প্রচারিত অনুষ্ঠান গুলো টেলিভিশন সহ ওটিটিতেও দেখা যাচ্ছে । প্রতিবারের মতোই এবারও সঞ্চালনার দায়িত্বে থাকছেন সলমন খান।
সম্প্রতি প্রকাশ্যে এসেছে ১৬ জন প্রতিযোগীর নাম- এর সাথে প্রকাশ্যে এসেছে বিগ বসের একটি প্রোমো ভিডিও এবং সেই প্রোমোতেই রয়েছে নতুন চমক।
দেখা যাচ্ছে, অন্যান্য প্রতিযোগীদের মতো বিগ বসের ঘরে এবার পা রাখছেন তানজানিয়ার ইন্টারনেট সেনসেশন কিলি পল। বলাই বাহুল্য কিলি পলের সঙ্গে বলিউডের যোগাযোগ দারুন। একের পর এক বিখ্যাত বলিউড গানের রিলস বানিয়ে হাজার হাজার ভারতীয়দের মন আগেই জিতে নিয়েছিলেন তানজিয়ার বাসিন্দা কিলি পল ও তাঁর বোন নিমা।
আর সেই কিলি এবার বিগ বসের মঞ্চে। 'ঘর হবে ধামাল যখন তানজানিয়া থেকে আসবে কিলি পল।' প্রোমোতে দেখা যাচ্ছে, আবু রজিক হোস্ট সলমানের জনপ্রিয় ডায়লগ বলে স্বাগত জানাচ্ছেন কিলিকে। ঘরে ঢুকে শুরুর কিলির নাচ। বাকি প্রতিযোগীদের সঙ্গে নিয়ে 'তু চিজ বড়ি হ্যায় মস্ত মস্ত' গানে নাচছেন তানজানিয়ার স্টার।

উল্লেখ্য, টিকটক অ্যাপের মাধ্যমে ভিডিও তৈরি করে বেশ জনপ্রিয়তা পেয়েছেন কিলি। ইনস্টাগ্রামে রয়েছে তাঁর ১ লক্ষ ৮৪ হাজার ফলোয়ার রয়েছে। সেখানেই নানা ভিডিও আপলোড করেন। পয়লা ডিসেম্বর 'শেরশাহ' সিনেমার 'রাতা লম্বিয়াঁ' গানটির ভিডিও তৈরি করেন কিলি ও নিমা। সোশ্যাল মিডিয়ায় তা দাবানলের মতো ছড়িয়ে পড়ে। তার জেরেই দুই ভাই-বোনকে নিয়ে চর্চা শুরু হয়ে যায়।
সলমন খান, সঞ্জয় দত্ত ও অক্ষয় কুমার সহ বহু বলিউড তারকার ছবি দেখেন কিলি। জুবিন নটিয়ালের গান পছন্দ করেন কিলি ও নিমা। সেই কারণেই 'শেরশাহ'র গানটি তাঁদের এত পছন্দ। ভাষা না বুঝলেও ভিডিও দেখে তা লিপ সিঙ্ক করার চেষ্টা করেন কিলি। আর তাতেই কেল্লাফতে। বলিউডে একাধিক গানে ভিডিও তৈরি করেছেন কিলি ও তাঁর বোন নিমা। ইতিমধ্যেই নাকি বলিউডের একাধিক সংগীত পরিচালকের কাছ থেকে মিউজিক ভিডিও তৈরিরও অফার পেয়েছেন দাদা ও বোনের জনপ্রিয় এই জুটি। তবে আপাতত বিগ বসের ঘরে নিজেকে কিভাবে সামলায় কিলি। সেটাই এখন দেখার বিষয়।
#Source: online/Digital/Social Media News   # Representative Image

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News