Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

২৭,০০০ এর চাকরি এখন রাজ্য ভূমি দফতরে। জেনে নিন আবেদন করবেন কীভাবে

banner

journalist Name : Dipendu Majhi

#Pravati Sangbad digital Desk:

কিছুদিন আগেও বলা হতো যে এ রাজ্যে চাকরি নেই, এখন সে কথাটা বলা যাবে বলে খুব একটা মনে হয় না। কারণ ইতিমধ্যেই রাজ্য সরকারের দৌলতে বিভিন্ন ক্ষেত্রে চাকরির ব্যবস্থা করা হয়েছে। শিক্ষা - স্বাস্থ্য ক্ষেত্রে ইতিমধ্যে কর্মী নিয়োগ শুরু হয়েছে। এবার রাজ্য ভূমি দপ্তরে চাকরির জন্য, কর্মী নিয়োগের কথা ঘোষণা করল রাজ্য সরকার। তবে সেক্ষেত্রে অবশ্যই থাকতে হবে কাম্য যোগ্যতা ! আসুন দেখে নেওয়া যাক, সেক্ষেত্রে কী কী করণীয়।
কয়েকদিন আগে, রাজ্য সরকারের ভূমি ও ভূমি সংস্কার দপ্তর মারফত কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে রাজ্যের যে কোনো প্রান্তের যুবক বা যুবতী এক্ষেত্রে চাকরির জন্য আবেদন করতে পারবে। এ বিষয়ে কিছু খুঁটিনাটি তথ্য আসুন দেখে নেওয়া যাক :

১) যিনি আবেদন করবেন তার পশ্চিমবঙ্গের বাসিন্দা হ‌ওয়া আবশ্যক।
২) আবেদন করার প্রক্রিয়া টি হবে অফলাইনে।
৩) www.banglarbhumi.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম ডাউনলোড করে তা ফিল আপ করতে হবে তথ্য দিয়ে। এক‌ইসঙ্গে আপনার সাম্প্রতিক সময়ের ছবিও লাগাতে হবে। ১৪.১০.২২ তারিখ হল আবেদন জমা দেওয়ার শেষ তারিখ।
উল্লেখিত পদে নিযুক্ত ব্যক্তি কে রাজ্য ভূমি দপ্তরের অধীনে কর্মরত হতে হবে । 
ইন্টারভিউয়ের সময় যা যা অবশ্য‌ই নিয়ে যেতে হবে , তা হল :
১) ভোটার ও আঁধার কার্ড
২) বাসস্থানের প্রমাণ পত্র
৩) শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পত্র ও প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমাণপত্র
৪) জাতিগত সংশাপত্র
৫) বর্তমান সময়ের রঙিন পাসপোর্ট ছবি

পদের নাম : সফটওয়্যার ডেভেলপার
মাসিক বেতন : ২৭,০০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্সে প্রথম শ্রেণীর মাস্টার ডিগ্রী বা বি টেক ডিগ্রী থাকতে হবে প্রার্থীর। ডেভেলপমেন্টের কাজে পারদর্শী হতে হবে। অন্তত এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
মৌখিক পরীক্ষা/ ইন্টারভিউ য়ের মাধ্যমে ও অভিজ্ঞতার ভিত্তিতে প্রার্থীর নির্বাচন হবে।
আবেদন পাঠানোর ঠিকানা:
To The Rent Controller, Kolkata,2&3,Kiran Sankar Roy Road, Kolkata-70001
#Source: online/Digital/Social Media News   # Representative Image

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

চাকরি রাজ্য
Related News