Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

প্রশ্নের মুখে রুশ কপ্টার, সেই সাথে পরবর্তী সিডিএস কে হবেন সেই নিয়েও তুঙ্গে জল্পনা

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

 বুধবার বেলা ১২টা ৪০ মিনিট ওয়েলিংটন সেনা ছাওনি যাওয়ার পথে তামিলনাড়ুর কুন্নুরে নীলগিরি পর্বতের জঙ্গলে হঠাৎ ভেঙ্গে পরে ভারতীয় বায়ু সেনার এমআই-১৭ ভি হেলিকপ্টার। যাত্রী তালিকাই ছিলেন সস্ত্রীক দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত সহ আরও ১২ জন। প্রত্যক্ষদর্শীদের মতে মাটিতে পড়ার আগেই আগুন ধরে গিয়েছিল কপ্টারে, মাটিতে আছড়ে পড়তেই বিস্ফোরণ ঘটে। আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে আগুনের লেলিহান শিখা প্রায় ২০ ফুট উচ্চতা ছুঁয়ে ফেলে। সাথে সাথেই স্থানীয়দের সহায়তাই শুরু হয় উদ্ধার কাজ। জেনারেল বিপিন রাওয়াত তার স্ত্রী মধুলিকা রাওয়াত সমেত বাকি সকলকেই তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় সেনা হাসপাতালে। এত কিছুর পরেও শেষ রক্ষা হল না, চপারে অবস্থিত ১৪ জনের মধ্যে ১৩ জনেরই মৃত্যু হয়, আর দুর্ভাগ্যবসত মৃতের তালিকাই রয়েছেন ভারতের প্রথম সিডিএস বিপিন রাওয়াত, একমাত্র বেঁচে আছেন গ্রুপ ক্যাপ্টেন কিন্তু তিনিও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। গতকাল সন্ধ্যে ৬টা নাগাদ বায়ু সেনার পক্ষ থেকে টুইট করে জেনারেল বিপিন রাওয়াতের মৃত্যু সংবাদ সর্বসাধারণের উদ্দেশ্যে জানানো হয়। এই ঘটনার পরেই রুশ বিমানের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।

রাশিয়া থেকে কেনা এই বিমান এতটাই উন্নত সেনা তরফ থেকে একে নাম দেওয়া হয়েছেদ্যা বেস্ট কিন্তু কালকের অবাঞ্ছিত ঘটনাই মান রাখেনি এমআই-১৭, আঙ্গুল উঠেছে তার দিকে। ভারতীয় সামরিক চপার গুলির মধ্যে সবথেকে আধুনিক এই এমআই-১৭ হেলিকপ্টার। ২০০৮ সালে রাশিয়াকে ৮০ টি এমআই-১৭ চপারের বরাত দিয়েছিল ভারত, ২০১৩ সালে যা হাতে পায় ভারত। এই চপার এতটাই বিশ্বস্ত এবং ভরসাযোগ্য যে দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রতিরক্ষা মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী এমনকি সেনার শীর্ষ আধিকারিকরা এই চপার ব্যাবহার করে। রয়েছে নাইট ভিশনের ব্যাবস্থা, রাতের অন্ধকারেও অনায়াসে উড়ে যেতে পারে এই কপ্টার। প্রচণ্ড ক্ষমতা সম্পন্ন এই কপ্টারে রয়েছে  অটোপাইলট মোড, শত্রু পক্ষের মিসাইল চেনার রেডার। বিশেষ রণসজ্জাই সজ্জিত এই কপ্টার। এছাড়া দীর্ঘক্ষণ জলে ভেসে থাকতে সক্ষম এই চপার। মরুঝড় থেকে শুরু করে যে কোন প্রাকৃতিক দুর্যোগে উড়ে যেতে সক্ষম এই কপ্টার। এত সব সুরক্ষা থাকতেও কীভাবে এই ভয়াবহ ঘটনা ঘটলো তা এখনও পর্যন্ত জানা যায়নি।

দুর্ঘটনার ২২ ঘণ্টা পরে আজ সকালে কপ্টারের ব্ল্যাক বক্স পাওয়া গেছে। ব্যাক বক্সটি উদ্ধার করে নিয়ে গেছেন বায়ুসেনার কর্তারা, চলবে পরীক্ষা নিরীক্ষা। অনেকের মতে কুয়াশাবৃত আবহাওয়াও এই দুর্ঘটনার কারণ হতে পাতে। তবে বায়ু সেনার পক্ষ থেকে এই ব্যাপারে কিছু বলা হয়নি এখনও পর্যন্ত। জেনারেল বিপিন রাওয়াতের মতো সাহসী পরাক্রমি ব্যাক্তির অকাল প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ। কাল দিল্লিতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদাই বিদায় জানানো হবে দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ এবং রাত পত্নী মধুলিকা রাওয়াত সহ বাকি আধিকারিকদের।

তবে ইতিমধ্যেই দেশের পরবর্তী সিডিএস কে হবে তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। নিয়ম অনুসারে তিন বাহিনীর প্রধানদের মধ্যে যিনি সিনিয়ার তাকেই এই পদের জন্য বেঁছে নেওয়ার কথা, আর তেমনটা হলে স্থল সেনা প্রধান এমএম নারভানে দৌড়ে অনেকটা এগিয়ে থাকছেন। তবে স্থল সেনা প্রধানের পদ থেকে সরিয়ে জেনারেল নারভানেকে সিডিএস পদে বসালে স্থল সেনার প্রধানের দায়িত্ব কাকে দেওয়া হবে সেই নিয়েও থেকে যাচ্ছে জল্পনা।  

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

দেশ ব্যক্তিত্ব
Related News