Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

দীপোৎসবে আজ প্রধানমন্ত্রী মোদি অযোধ্যায়, জ্বলল ১৮ লক্ষ মাটির প্রদীপ

banner

journalist Name : Riya Some

#Pravati Sangbad Digital Desk:

দীপাবলির আগেই ঝলমলিয়ে উঠল অযোধ্যা। ১৮ লক্ষ প্রদীপের আলোয় উদ্ভাসিত সরযূ তীরে উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবারই মোদী অযোধ্যার রামমন্দিরে রামলালা দর্শন করেন। দেন পুজোও।

  সরযূ তীরে আরতি দেখার পর আনুষ্ঠানিক ভাবে দীপোৎসবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। লেজার শো অনুষ্ঠানে দেখানো হবে রামায়ণ,

সন্ধেয় সরযূ নদীর তীরে সন্ধ্যারতি দেখার পর, দীপোৎসবে অংশ নেন মোদি। এই নিয়ে ষষ্ঠবার দীপোৎসবের আয়োজন করা হয়েছে। এই প্রথম তাতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী।

মোদি ভগবান শ্রী রামলালার দর্শন পুজো  করেন। এরপর শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র পরিদর্শন করেন। বিকেল .৪৫ নাগাদ তিনি প্রতীকী ভগবান শ্রী রামের রাজ্যভিষেক করেন এবং সন্ধে .৩০ সময় তিনি নতুন ঘাট, সরযূ নদীতে আরতি দেখতে যান। এরপরে প্রধানমন্ত্রী দীপোৎসবের সূচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। 

#Source: online/Digital/Social Media News   # Representative Image 

 

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

ঐতিহাসিক ভারতীয় ইতিহাস আজকের দিনে
Related News