Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

পথ অবরোধ বিষধর সাপের, ঘন্টাখানেকের প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনল পুলিশ

banner

journalist Name : Uddyaloke Bairagi

#Pravati Sangbad Digital Desk:

শনিবারের রাত, ঘড়ির কাঁটায় ৯ টা বেজে ৩০ মিনিট। হঠাৎ চোখে পড়ে, ব্যস্ত রাস্তার মাঝে একটি বিরাট বিষধর সাপ ফণা তুলে শুয়ে রয়েছে। সাপটি রাস্তার মাঝে ঠিক এমন ভঙ্গিতে শুয়ে রয়েছে যেন সে পথ অবরোধ করেছে। আর সাপের এই পথ অবরোধে মাত্র কিছুক্ষণেই বন্ধ হয়ে যায় সম্পূর্ণ যানচলাচল। বিপাকে পড়েন যাত্রী থেকে পথচলতি বাসিন্দারা। গতকাল এই ঘটনা ঘটেছে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের জঙ্গলকুড়চি এলাকায়। যার জেরে এলাকা জুড়ে সৃষ্টি হয় ব্যাপক চাঞ্চল্য। বিষধর সাপের পথ অবরোধ স্বচক্ষে দেখতে রাস্তার দুপাশে ভিড় করেন গ্রামের বাসিন্দারা। ঘন্টাখানেক অতিবাহিত হ‌ওয়ার পরেও সাপটি রাস্তা থেকে না সরলে খবর দেওয়া হয় পার্শ্ববর্তী থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বেশ কয়েকজন পুলিশকর্মী। ঘিরে ফেলা হয় রাস্তাঘাট। সরিয়ে ফেলা হয় পথ চলতি মানুষ এবং গ্রামের বাসিন্দাদের। এরপর ধীরে ধীরে সাপটিকে পাশের জঙ্গলের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। এভাবে বেশ কিছুক্ষণের পুলিশি প্রচেষ্টায় সাপটি রাস্তার মাঝখান থেকে জঙ্গলের দিকে নেমে যেতে থাকে। শেষে রাতের অন্ধকারে গভীর জঙ্গলে সাপটি হারিয়ে যায়। দীর্ঘক্ষণ আটকে থাকা পথ চলতি মানুষদের কিছুটা স্বস্তি মেলে। পুলিশের তরফ থেকে ধীরে ধীরে যান চলাচল স্থায়ী পর্যায়ে নিয়ে যাওয়া হয়।

সাঁকরাইল এর জঙ্গলকুড়চি এলাকার বাসিন্দারা পূর্বে মানুষের দাবি যাওয়া পূরণের উদ্দেশ্যে পথ অবরোধ প্রত্যক্ষ করেছেন। দেখেছেন বিশালাকার হাতির পথ অবরোধ‌ও। কিন্তু রাস্তা জুড়ে বিষধর সাপের অবরোধ এর আগে দেখেননি বাসিন্দারা। তবে পুলিশের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।
#Source: online/Digital/Social Media News   # Representative Image

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

প্রশাসন ভ্রমণ
Related News