Flash News
    No Flash News Today..!!
Friday, October 3, 2025

আরও সাত মাস পিছিয়ে গেল বৌবাজার মেট্রোর কাজ

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

পরপর তিনবার বিপর্যয়ের জের, আরও সাত মাস পিছিয়ে গেল ইস্ট ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান থেকে শিয়ালদহ মেট্রোর ট্রায়েল রান। চলতি বছরের মে মাসে বৌবাজার মেট্রোর বিপর্যয়ের পরে কলকাতা মেট্রো কতৃপক্ষ ঘোষণা করেছিল আগামী বছর মার্চ এপ্রিল মাসের আগে কোনোভাবেই মেট্রোর কাজ শেষ করা সম্ভব নয়। সেই অনুযায়ী ধীরে সুস্থে এগচ্ছিল বৌবাজার মেট্রোর টানেল তৈরির কাজ। কিন্তু চলতি মাসের প্রথম দিকে আবারও বিপত্তি। মধ্যে রাতে বৌবাজার মেট্রো সংলগ্ন একাধিক বাড়িতে ফাটল দেখা দেয়। সকাল হতেই ঘটনাস্থলে উপস্থিত হন কেএমআরসিএল-র আধিকারিকরা। গত শুক্রবার মেট্রো প্রকল্পের নির্মাণকারী সংস্থার সাথে আলোচনায় বসেছিল কেএমআরসিএল কতৃপক্ষ, তারপরেই সিদ্ধান্ত নেওয়া হয় আগামী বছর অক্টোবরের আগে কোনোভাবেই মেট্রোর কাজ শেষ করা সম্ভব নয়।


 অন্যদিকে গত মে মাসে বিপত্তির পরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল পর্যবেক্ষণে এসেছিলেন। তারা ইতিমধ্যেই কলকাতা পুরনিগমের কাছে রিপোর্ট জমাও দিয়েছে। সেই রিপোর্টে উল্লেখ রয়েছে, “বৌবাজার মেট্রো সংলগ্ন প্রায় ৭১টি বাড়ি বিপদজনক অবস্থার মধ্যে রয়েছে। সেগুলিকে ভেঙে ফেলতে হবে”। এর আগে ২০১৯ সালে প্রথম বৌবাজার মেট্রো সংলগ্ন এলাকার বেশ কিছু বাড়িতে ফাটল দেখা দিয়েছিল। তারপরে অবশ্য বন্ধ ছিল কাজ। বাড়ির মালিকদের অন্যত্র সরিয়েও নিয়ে গেছে মেট্রো কতৃপক্ষ। তারপরে চলতি বছর কাজ শুরু হয়, কিন্তু তাতেও বিপত্তি। অবশেষে বিশবাঁও জলে বৌবাজার মেট্রোর ভবিষ্যৎ।  

#Source: online/Digital/Social Media News   # Representative Image

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

উন্নয়ন দুর্ঘটনা পরিবহন
Related News