Flash News
Monday, September 22, 2025

দূর্নীতি রুখতে খড়গ হস্ত রেল, হাওড়া স্টেশনে বসছে বিরাট কার্গো স্ক্যানার

banner

journalist Name : Uddyaloke Bairagi

#Pravati Sangbad Digital Desk:

নিষিদ্ধ বস্তুর পাচার রুখতে এবার নয়া উদ্যোগ রেলের। হাওড়া স্টেশনে আসতে চলেছে উন্নত প্রযুক্তির স্ক্যানিং মেশিন। সুরক্ষা নিশ্চিত করতে বৈঠক আরপিএফ-দের।
দীর্ঘদিন ধরে বাংলার পরিবহন ব্যবস্থার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে হাওড়া স্টেশন। দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছাতে প্রতিদিন এখানে ভিড় করেন হাজার হাজার মানুষ। তাই এখানকার নিরাপত্তা এড়িয়ে নিষিদ্ধ বস্তুর পাচারও অত্যন্ত‌ই সহজ হয়ে যায়। আর সেই পাচার রুখতেই নয়া উদ্যোগ রেল কর্তৃপক্ষের। সূত্রের খবর, শীঘ্রই হাওড়া স্টেশনে বসানো হবে বিরাট কার্গো স্ক্যানার। যেখানে একসাথে বহু মানুষের জিনিসপত্র স্বয়ংক্রিয়ভাবে স্ক্যান এর ব্যবস্থা থাকবে। সেক্ষেত্রে যাত্রীর জিনিসপত্রের মধ্যে কোন সন্দেহজনক বস্তু রয়েছে কিনা তা সম্পূর্ণভাবে নিশ্চিত করা সম্ভব হবে। যা যাত্রী-সুরক্ষা এবং দুর্নীতি দমনে বড়সড়ো পদক্ষেপ হতে চলেছে।
সূত্রের খবর, এই নয়া উদ্যোগের প্রণয়ন ঘটাতে কিছুদিন আগে রেলের কর্মীরা এবং আরপিএফের শীর্ষ কর্তারা এক বৈঠকও করেন। বৈঠকে সিদ্ধান্ত হয় খুব শীঘ্রই স্টেশনের সম্মুখে বসানো হবে এই স্ক্যানার। যা কোনো যাত্রীর মালপত্রের মধ্যে ধাতব বস্তু অথবা আগ্নেয়াস্ত্রের সন্ধান পেলে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীকে জানান দেবে। বিশেষজ্ঞদের মতে, এই উন্নত প্রযুক্তির কার্গো স্ক্যানার এর নজর এড়িয়ে কিছুতেই সন্দেহজনক কোনো বস্তু স্টেশনে প্রবেশ করতে পারবে না। যা দূর্নীতি দমনে অত্যন্ত সাহায্য করবে।

মূলত এই ধরনের কার্গো স্ক্যানার বিমানবন্দর গুলিতে ব্যবহার করা হয়। যাতে দেশ থেকে বিদেশে অথবা বিদেশ থেকে দেশে কোনো প্রকার আগ্নেয়াস্ত্র অথবা মাদক জাতীয় দ্রব্যের গুপ্ত পাচার না হয়। আর সেই প্রযুক্তিকেই এবার রেলস্টেশনগুলিতে নিয়ে আসতে চলেছে কর্তৃপক্ষ। বর্তমানে সেকেন্দ্রাবাদ রেল স্টেশনে‌ও এই ধরনের পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। আর এবার হাওড়া স্টেশনে বসতে চলেছে এই কার্গো স্ক্যানার।
প্রসঙ্গত, দিন কয়েক আগেই নৈহাটি স্টেশনে এক যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার হয় বিপুল অঙ্কের নগদ অর্থ। যার পরই নড়ে চড়ে বসে রেল কর্তৃপক্ষ। আর সেই কারণেই প্রত্যেকটি রেল স্টেশনের নিরাপত্তা সুনিশ্চিত করতে‌ উন্নত প্রযুক্তির ব্যবহারে উদ্যোগী হচ্ছেন আরপিএফরা। তবে হাওড়া স্টেশনের মতো বিরাট রেল স্টেশনের নিরাপত্তায় এই কার্গো স্ক্যানার ঠিক কতটা প্রভাব ফেলতে পারবে সেটাই দর্শনীয় বিষয়।
#Source: online/Digital/Social Media News   # Representative Image

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

উন্নয়ন প্রযুক্তি
Related News