Flash News
Monday, September 22, 2025

ডেঙ্গুতে আক্রান্ত সলমন ! বদলে বিগ বসের সঞ্চালনার দায়িত্ব নিচ্ছেন করণ জোহর

banner

journalist Name : Dipendu Majhi

#Pravati Sangbad Digital Desk:

বিগ বস কে জনপ্রিয়তার চরম শিখরে নিয়ে গেছেন যে ব্যক্তি তিনি আর কেউই না, বরং সলমন খান! সম্প্রতি তিনি আক্রান্ত হয়েছেন ডেঙ্গুতে। যদিও সূত্রের খবর, অভিনেতার অবস্থা মোটেই আশঙ্কাজনক নয় ,তবে বিশ্রামের প্রয়োজন রয়েছে।
এমতাবস্থায়, কে নেবেন ' বিগ বস ' সঞ্চালনের দায়িত্ব। সূত্রের খবরানুযায়ী, এক্ষেত্রে বিখ্যাত পরিচালক করণ জোহর কে বলা হয়েছে যাতে তিনি এই সঞ্চালনার দায়িত্ব নেন। তিনি এ প্রস্তাবে রাজি হয়েছেন বলেও খবর পাওয়া গেছে। এমনিতেই তিনি একটি অত্যন্ত বিখ্যাত যদিও কনট্রোভার্সাল শো ' কফি উইথ করণ ' এর‌ও সঞ্চালনা করেন। তাঁর সঞ্চালনার দক্ষতার জন্য ই সম্ভবত তাঁকে এ সুযোগ দেওয়া হয়েছে। সলমনের সুস্থ না হ‌ওয়া অবধি তিনিই ' বিগ বস ' সঞ্চালনার দায়িত্বে থাকবেন ------- এমনটাই খবর! যদিও কতদিন ভাইজান উপস্থিত থাকবেন না, সেটা জানা যায়নি।

বছরের পর বছর ধরে বিগ বসের সঞ্চালক পালটেছে। প্রথম সঞ্চালনার দায়িত্বে ছিলেন শিল্পা শেট্টি, যিনি আমেরিকান শো ' বিগ ব্রাদার ' র উইনার ছিলেন। প্রসঙ্গত, বিগ বস আসলে ' বিগ ব্রাদার ' র ই ইন্ডিয়ান ভার্সান। তাই প্রথম সঞ্চালিকা ছিলেন তিনিই, পরে শো য়ের পপুলারিটি বাড়ানোর জন্য বিখ্যাত অভিনেতা অরশদ ওয়ার্শি কে নির্বাচন করা হয় সঞ্চালনার জন্য । তিনি একটু অন্যরকম ভাবে সঞ্চালন করলেও টি আর পি র উন্নতি হয় না। এরপর আসেন অমিতাভ বচ্চন , যাঁর সঞ্চালনার ধরন মানুষ পছন্দ করতে শুরু করে ও টি আর পি হু হু করে বাড়তে থাকে। স্বাভাবিক ভাবেই তিনি ' ক‌উন বনেগা ক্রোড়পতি ' র সঞ্চালক, এবং তাঁর উপস্থিতিই শো টি কে অত্যন্ত জনপ্রিয় করেছে। এমনকী শাহরুখ ও তা করতে পারেননি। সেই অমিতাভের উপস্থিতি যে বিগ বসের হাল পাল্টে দেওয়ার ক্ষমতা রাখবে , তা স্বাভাবিক ই ! কিন্তু সলমনের সঞ্চালনা ' বিগ বস ' কে সর্বভারতীয় খ্যাতি দেয়। তাঁর সঞ্চালনার পদ্ধতি, ব্যক্তিত্ব সমস্তটাই মানুষ কে শো দেখার জন্য টানতে শুরু করে। সেই থেকে দীর্ঘদিন ধরে বিগ বসের সঙ্গে জড়িত সলমন। এবং বছরের পর বছর বিগ বসের জনপ্রিয়তা বরং বেড়েছে কমার থেকে। সেখানেও লুকিয়ে আছে তাঁর কৃতিত্ব।
এখন হঠাৎ ই এই পরিবর্তন কীভাবে মানুষ নেয় সেটাই দেখার। করণ একজন দক্ষ সঞ্চালক এ বিষয়ে সন্দেহ নেই, তবে ' বিগ বস ' র অডিয়েন্স তাঁকে কীভাবে গ্রহন করবে সেটাই এখন দেখার !
#Source: online/Digital/Social Media News   # Representative Image

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

ব্যক্তিত্ব চলচ্চিত্র
Related News