Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

হলমারকিংএর দাবি এখন পাকা সোনা তেও

banner

journalist Name : Sagarika Chakraborty

#Pravati Sangbad Digital Desk:

হলমার্ক কি বিষয়ে সবাই অবগত। সোনার গুণগতমান যাচাই করে তবেই সোনা কেনে সবাই আরে এই  গুনগতমান যাচাই করা কেই হলমারকিং বলে। যেকোনো সোনার গয়না বা কয়েনে BIS হলমার্ক থাকে গুণগত মানের পরীক্ষা দ্বারা যাচাই করা সোনা।

কাবি বান পাকা সোনা অর্থাৎ 24 কারাট গয়না দাও হলমার্ক রাখার দাবি জানানো হলো। বহু ক্ষেত্রে হলমার্ক ছাড়া পাকা সোনায় ভেজাল থাকার অভিযোগ দায়ের হচ্ছে। গহনা ব্যবসায়ীদের দাবি এখন হলমার্ক না থাকলে গয়না বিক্রি অনেক কষ্ট সাধ্য হয়। তবে সব গয়নাতে হলমার্কের ছাপ লাগাতে অস্বীকার করেছে সংশ্লিষ্ট কেন্দ্রগুলি। বড় শহরের থেকেও  বেশি সমস্যা মফস্বলে। এরজন্যেই পাকা সোনাতেও হলমার্ক লাগানোর দাবি করছে বিক্রেতারা। জাতি ক্রেতারা কেনার সময় সব রকম শুদ্ধতা যাচাই করে কেনে। এছাড়া হলমার্ক থাকলে গয়নার বিক্রি অনেক বাড়বে বলেই ধারণা ডিলারদের।

স্বর্ণ শিল্পী সমিতির সাধারণ সম্পাদক বলেন পাকা সোনা অর্থাৎ 24 ক্যারেটের শুদ্ধতা থাকে নির্দিষ্ট মানে। কাকে বলা হয় 995 কিন্তু অনেক জায়গায় লক্ষ্য করা যাচ্ছে সেই মান অনেক নিম্ন হলমারকিং এর আয়ত্তে পাস করছে না। এর ফলে বিক্রি সংক্রান্ত সমস্যার সম্মুখীন হচ্ছে স্বর্ণ ব্যবসায়ীরা। কার্যতই ক্রেতারাও একদম শুদ্ধ মানের গহনাযই সবসময় চায়। স্বর্ণ ব্যবসায়ীরা দাবি করছেন যাতে 24 ক্যারেট হলমার্কের নিয়ম চালু করে বিউরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড। তবে গয়না তৈরির আগে সমস্ত পাকা সোনা পরীক্ষা করে যাচাইয়ের পরামর্শ দিয়েছে ওয়েস্টবেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দিনেশ খাবরা। গয়না তৈরীর আগে সোনা যাচাই করে নিলেই বোঝা যাবে পাকা সোনার শুদ্ধতা। তাছাড়াও যাচাই করার জন্য আছে বহু পরীক্ষা কেন্দ্র। পরীক্ষা কেন্দ্রে কোনো রকম ভুল ধরা পড়লে তার জন্য অভিযোগ দায়ের করা যাবে বি আই এস এর কাছে। পাকা সোনার উপর হলমারকিং হবে কিনা শুধুমাত্র ঠিক করতে পারে বি আই এস এর কেন্দ্রীয় দপ্তরই। তবে অভিযোগ এলে তার ভিত্তিতে কাজ এখনো যাবে এমনটাই দাবি করেন আইআইএসের কলকাতা দপ্তরের কর্তা। বুলিয়ান ডিলার আবশ্যক ক্রেতাদের চিন্তা দূর করনের জন্য বলেছে গয়না কেনার সময় অবশ্যই দেখে নিতে। বাট নম্বর এবং শুদ্ধতার সার্টিফিকেট থাকলে পরে যদি ভেজাল হয় তাহলে তার ভিত্তিতে অভিযোগ দায়ের করা যাবে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

লাইফস্টাইল সংস্কৃতি অর্থনীতি
Related News