২৪ হাজার বছর পর ঘুম ভাঙলো এই বিস্ময়কর প্রাণীর, গবেষণায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য!

banner

journalist Name : Uddyaloke Bairagi

#Pravati Sangbad Digital Desk :

জেগে উঠল ২৪ হাজার বছর ধরে ঘুমিয়ে থাকা 'রটিফার' প্রজাতির এক প্রাণীর। বিশেষজ্ঞদের মতে, হঠাৎ এই ঘুমন্ত প্রাণীর জেগে ওঠার নেপথ্যে, থাকতে পারে প্রকৃতিগত কোন বিশেষ কারণ। ঘটনাটি সামনে আসতেই শুরু হয়েছে গবেষণা। ১৬৯৬ সালে প্রথম এই প্রাণীটি আবিষ্কার করেন বিজ্ঞানী জন হ্যারিস। আণুবীক্ষণিক এই প্রাণীটি 'রটিফার' প্রজাতির। জীবটি সর্বোচ্চ আধ মিলিমিটার পর্যন্ত দীর্ঘ হতে পারে। এদের মুখের কাছে রয়েছে চাকার মতো একটি অংশ। যার কারণে এদেরকে হুইল জীবও বলা হয়ে থাকে। বায়োলজিস্টদের মতে, এই জীবটি নিজের ইচ্ছায় জড় বস্তুতে পরিণত হতে পারে। জড় বস্তুর মত ঘুমিয়ে কাটিয়ে দিতে পারে হাজার হাজার বছর। যদিও এই প্রাণীটির হাজার হাজার বছর ঘুমিয়ে আবার জেগে ওঠার ঘটনা এই প্রথম নয়। ইতিহাসে আগেও এর প্রমাণ মিলেছে। তবে এই প্রথম বিজ্ঞানীরা জড় থেকে জীবে রূপান্তরের সম্পূর্ণ ঘটনাটি চাক্ষুষ করলেন। বিশেষজ্ঞদের মতে এই প্রাণীটির রয়েছে একটি বিশেষ ক্ষমতা। প্রাণীটি হিমাঙ্কের ২০ ডিগ্রি সেলসিয়াস নিচের তাপমাত্রাতেও এক দশক ঘুমিয়ে কাটাতে পারে। যদিও এ বার সে নিজের ঘুমের যাবতীয় সব রেকর্ড ভেঙে ফেলেছে।

সম্প্রতি উত্তর সাইবেরিয়ার আলাজেয়া নদীর তীর থেকে নমুনা সংগ্রহ করার পর হঠাৎ খোঁজ মেলে প্রাণীটির। এমনকি গবেষণাগারে নমুনাটি আনার পর বিজ্ঞানীরা দেখেছেন, অনুকূল পরিবেশে সেটি অযৌন জনন পদ্ধতিতে বংশবিস্তার করতে‌ও সক্ষম। তবে ২৪ হাজার বছর ধরে ঘুমন্ত এই প্রাণী হঠাৎ কিভাবে জেগে উঠল, তা জানতে চলছে দীর্ঘ গবেষণা। বিশেষজ্ঞদের এই গবেষণার কিছুটা অংশ প্রকাশ পেয়েছে 'কারেন্ট বায়োলজি' নামের এক জার্নালে।
#Source: online/Digital/Social Media News   # Representative Image

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

বিজ্ঞান
Related News