Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

কোন ব্যাটাররা হতে পারেন বিধ্বংসী? কী বললেন রস?

banner

journalist Name : Dipendu Majhi

#Pravati Sangbad Digital Desk:

২০২২ র বিশ্বকাপ ই নিউজিল্যান্ডের প্রাক্তন তারকা ব্যাটসম্যানের প্রথম বিশ্বকাপ যেটায় তিনি খেলবেন না। কিন্তু ক্রিকেট থেকে দূরে নেই তিনি। মাঠের বাইরে থেকেই ক্রিকেট কে পর্যবেক্ষণ করছেন। এবারের বিশ্বকাপে পাঁচজন ব্যাটসম্যান কে তিনি বেছে নিলেন, যারা হতে পারে ভয়ঙ্কর বিপক্ষে র কাছে। 
সূর্যকুমার যাদব (ভারত)
 টি-টোয়েন্টি ক্রিকেটে ৪ নম্বের ব্যাট করতে নামা খুব‌ই কঠিন কাজ , কিন্তু সেক্ষেত্রে সূর্যকুমার যাদবের মতো ব্যাটসম্যান তা করছেন খুব ই সাবলীল ভাবে। সাধারণত রোহিত শর্মা, কে এল রাহুল ও বিরাট কোহলির পর ময়দানে নামে সূর্য। রস মনে করেন, সূর্যর আউট হয়ে যাওয়ার ভয় কম থাকার কারণে প্রয়োজন অনুযায়ী তিনি যে কোনও দিক থেকে বাউন্ডারি বের করে আনতে পারেন। রসের মতে সূর্যকুমারে আত্মবিশ্বাসেরও কোনও অভাব নেই।

টিম ডেভিড (অস্ট্রেলিয়া)
রস টেলর মনে করে বেশ কয়েকটি ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন টিম ডেভিড। এই নবাগত ব্যাটারের প্রতি তাঁর রয়েছে অগাধ আস্থা। আইপিলেও তাঁর পারফরম্যান্স ভাল। শারীরিক শক্তির কারণে বাউন্ডারি হাঁকানো টিমের পক্ষে অনেকটাই সুবিধাজনক। অস্ট্রেলিয়াম মাটিতে ম্যাচগুলি হওয়ার জন্য বাড়তি সুবিধা পেতে পারে টিম। আর সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা অবশ্য‌ই পালন করতে চলেছেন টিম।

হ্যারি ব্রুক (ইংল্যান্ড)
সম্প্রতি পাকিস্তানের সঙ্গে সিরিজে হ্যারি ব্রুকের অনবদ্য ৮১ রানের ইনিংস রসের নজর কেড়েছে। রস জানিয়েছেন, ২০১৮ সালে ইংল্যান্ডের ডোমেস্টিক ক্রিকেটে প্রথমবার তিনি হ্যারিকে দেখে ছিলেন। টেস্টে ব্রুক ব্যাট করতে দেখেছেন রস এবং তাঁর মতে ব্রুকের কেরিয়ারও অনেকটাই লম্বা হবে।

 ফিন অ্যালেন (নিউজিল্যান্ড)
রসের মতে, ফিন অ্যালেন নিউজিল্যান্ডের হয়ে ওপেন করবেন, সেই কারণে দ্রুত রান তোলার দায়িত্বও ফিনের কাঁধে থাকবে। নিউজিল্যান্ড টিমে ডেভন কনওয়ে ও কেন উইলিয়ামসন ছাড়া অ্যালেনের ওপর অনেকটাই দায়িত্ব থাকবে। ২৩ বছর বয়সী অ্যালেন ব্ল্যাক ক্যাপস দলের কনিষ্ঠতম সদস্য। মার্টিন গাপ্টিলের বদলে অ্যালেনকে নিউজিল্যান্ড দলে খেলানো হতে পারে। নিজস্ব দলের এই নতুন সংযোজনে তিনি উচ্ছসিত!

হায়দার আলি (পাকিস্তান)
পাকিস্তানের হায়দার আলি। ও হতে পারেন এবারে র গেম চেঞ্জার । দাবি টেলরের। পাকিস্তানি ব্যাটিং ওর্ডারে হায়দারকে ওপরের দিকে তুলে আনা হতে পারে বলেই মনে করেন রস। তাঁর মতে হায়দার মাঠের যে কোনও দিক থেকে প্রয়োজন অনুযায়ী বাউন্ডারি বের করে আনতে পারেন। বাবর আজম, মহম্মদ ইরফান ছাড়াও হায়দারও হতে পারে পাকিস্তানের প্রধান প্লাস পয়েন্ট।
#Source: online/Digital/Social Media News   # Representative Image

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

ক্রিকেট
Related News