Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

কম খরচে বেড়াতে যেতে পারেন ডুয়ার্সে

banner

journalist Name : Uday Das

#Pravati Sangbad Digital Desk:

আপনি কি শহরের কোলাহলে হাঁপিয়ে উঠেছেন? কিংবা একটু নিতে চাইছেন ফ্রেশ বাতাস? অথবা আপনি চাইছেন শহরের কোলাহল থেকে একটু দূরে নিরিবিলি শান্তশিষ্ট পরিবেশে কয়েকদিন চুপটি করে পড়ে থাকবেন? তবে এইসব কিছুর ইচ্ছে থাকলেও অনেকসময় আমাদের পক্ষে সেগুলি পূরণ করা সম্ভব হয়ে ওঠেনা। তার উপর তো আরেকটা চিন্তা, ঘুরতে গেলে তো অনেক টাকা লাগবে! আরে বাপু টাকা ছাড়া কি এখন কোনো কিছুই মেলে? কথায় আছে "টাকার কাছে গোপাল নাচে"। তা ঠিক! তবে কম খরচে ঘুরতে যেতে পারার ইচ্ছে আমার , আপনার, সকলেরই আছে। 
তবে বেড়াতে গেলে তো পকেট খালি হলে চলবেনা বাপু। তবে আপনার বাজেট যদি কম থাকে, অর্থাৎ আপনি যদি কম খরচে বেড়াতে যেতে চান তো আপনার জন্য রয়েছে ডুয়ার্স। আর আপনি যদি ভ্রমণপিপাসু হন তাহলে তো আর কোনো কথা নেই। বেরিয়ে পড়ুন ডুয়ার্সের উদ্দেশ্যে। ডুয়ার্স ঘুরতে হলে কম খরচে কোনো ঝক্কি ছাড়াই ঘুরে যেতে পারেন।
কি নেই বলুন তো ডুয়ার্সে? হাতি, গন্ডার, বাঘ, বাইসন থেকে শুরু করে পাহাড়ি নদী, ঝরনা, দূষণহীন জনপদ, চারিদিকে সবুজের হাতছানি কিংবা মেঘেদের দেশ সবই পাবেন আপনি। তবে আপনাকে হাতে একটু সময় নিয়ে আসতে হবে। তবে বর্ষাকালে একটু ঝক্কি আছে বইকি। কারন ডুয়ার্সের পাহাড়ি এলাকার রাস্তা বর্ষাকালে বলা যেতে পারে একেবারে ভয়ানক রূপ নেয়। পাশাপাশি থাকে জোঁকের ভয়। তাই এই সময়টা বাদ দিয়ে অন্য সময় আসা ভালো। যদিও বা জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিনমাস জঙ্গলে প্রবেশ নিষিদ্ধ থাকে পর্যটকদের জন্য। কারন, এই সময়টা বন্য প্রাণীদের প্রজননের সময়। তাই তাদের যেন অসুবিধা না হয় সেজন্যই এই পদক্ষেপ।

ও হ্যা, এই দেখুন কথায় কথায় তো বলা ই হলোনা আপনি এখানে কোথায় যাবেন, কি খাবেন, কোথায় থাকবেন? ওই যে বললাম না, "টাকার কাছে গোপাল নাচে"। কিন্তু আপনার তো কম বাজেট। চিন্তা নেই ট্রেন ধরে চলে আসুন এনজেপি স্টেশন। ওখান থেকে অন্য ট্রেনে বা গাড়িতে চলে আসুন ডুয়ার্সের প্রবেশদ্বার লাটাগুড়িতে। এখানে মোটামুটি আপনি কম খরচে থাকা খাওয়া দুটোই সেরে নিতে পারবেন। কারন এখানে হোমস্টে থেকে শুরু করে হোটেল সবই আছে। পাশাপাশি এখানে উপভোগ করতে পারবেন গোরুমারা জঙ্গলের নিস্তব্ধতা। তবে ভাগ্য সুপ্রসন্ন হলে হাতি গন্ডারেরও দেখা পেতে পারেন। কারন স্বয়ং গজরাজ মাঝে মধ্যেই এখানকার রাস্তাঘাটে দর্শন দিতে চলে আসেন। লাটাগুড়িতে সময় কাটানোর পর আপনি চলে আসতে পারেন মূর্তিতে। পাহাড়ি নদী মূর্তির স্বচ্ছ জলের কলকল শব্দ আপনার সমস্ত ক্লান্তিকে ভুলিয়ে দেবে। 
এবার আসি পাহাড়ের কথায়। ঝালং, বিন্দু, সামসিং, লালঝামেলা বস্তি, রকি আইল্যান্ড, সুনতালেখোলা, ঝান্ডি, গোরুবাথান, সেবক এইসমস্ত জায়গায় এলে তো আপনি চোখ ফেরাতে পারবেন না। মেঘের উপরের পাহাড়ি জায়গায় মেঘকে ছুঁতে পারার অনুভূতিটাই আলাদা।
যাইহোক এত চিন্তা না করে চার-পাঁচ দিনের জন্য ঘুরে আসুন ডুয়ার্স থেকে। চোখ বন্ধ করে চলে যান। আর উপভোগ করুন প্রকৃতির অপার সৌন্দর্য। কারন জীবন তো একটাই।
#Source: online/Digital/Social Media News   # Representative Image

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

পর্যটন
Related News