Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

সমালোচনায় অভিনেত্রী সুদীপ্তার উত্তর মন জিতে নিল নেট বাসীদের

banner

journalist Name : Dipendu Majhi

#Pravati Sangbad Digital Desk:

এখন মানুষ বড্ড অসহিষ্ণু। আর সোশ্যাল মিডিয়া হাতের মুঠোয় থাকায়, প্রত্যেকেই এখন ক্রমশঃ সমালোচক হয়ে উঠেছেন। এ বিষয়ে বিখ্যাত কবি শ্রীজাত বলেছিলেন একবার যে, মানুষ এখন সবার বিচার বসিয়েছে ফেসবুকে আর এই সমালোচনা করার প্রবণতা কে বলেছেন ' ফেসবুক বিপ্লব '। আর সেরকম ই দেখা গেল আবার। বাংলা ইন্ডাস্ট্রির একজন স্বনামধন্যা অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী এবার হলেন এই সমালোচনার স্বীকার। সম্প্রতি তিনি স্টার জলসায় একটি রান্নার শো - ' রান্নাঘরের গপ্পো ' সঞ্চালনা করতে শুরু করেছেন। আর সে নিয়ে ই বেশ এক্সাইটেড তিনি। প্রথম এপিসোডের পর তিনি নিজের ফেসবুক প্রোফাইলে লেখেন : " কেমন লাগল প্রথম এপিসোড? দেখা হচ্ছে আবার কাল বিকেল ৫ টায়। " এই পোস্টে একজন হঠাৎ ই লেখেন : " বাড়িওয়ালি তে তো আপনি রান্নার লোক ছিলেন। এতদিন পর একদম উপযুক্ত কাজ পেয়েছেন।" স্বাভাবিক ভাবেই এ কথা ভালো ভাবে নেননি অভিনেত্রী। তাঁর পাল্টা জবাব : "একটু ভুল হয়ে গেল যে ..! বাড়িওয়ালি সিনেমায় রান্নার কাজ করিনি, অভিনয় করেছি একটি চরিত্রে, যে অভিনয় এর জন্য সেই বছরে সারা ভারতবর্ষের সমস্ত ছবির অভিনেত্রী দের মধ্যে আমাকে সেরা নির্বাচন করা হয় এবং সেই পুরস্কার হাতে তুলে দেন ভারতবর্ষের তদানীন্তন রাষ্ট্রপতি। আমার অভিনয়ের হাতেখড়ি অনেক আগে। সেই নিয়ে বিস্তারে আর গেলাম না।
আর এই শো এ আমি রান্না করছি না, শো সঞ্চালনা করছি মাত্র।

এবার বলি, রান্না করা অত্যন্ত কঠিন একটা কাজ আর ভালো রান্না করা আরো কঠিন। তাই হাসতে হাসতে চোখ দিয়ে জল বের করে ফেলে এই কঠিন কাজ টা কে সামান্য করে দিতে কোন অশিক্ষিত লোকই পারবে না। আপনি ও না। আপনি রান্না করতে পারেন কি না জানা নেই। তবে লেখা পড়ে মনে হচ্ছে পারেন না। পারলে রান্না কে সম্মানের চোখে দেখতেন। বাড়ি তে যে বা যারা রান্না করে দেন বলে দুমুঠো খেতে পান, তাঁদের প্রতি শ্রদ্ধাশীল হোন। দ্রুত সুস্থ হয়ে উঠুন।" এরপর ই পোস্টে শুরু হয়ে যায় পাল্টা আক্রমণ। অভিনেত্রীর ভক্ত রা ব্যক্তিকে আক্রমণ করতে শুরু করে। শেষে সেই ব্যক্তি ক্ষমা চেয়ে নিলে তিনি তাঁর ভক্তদের থেমে যেতে বলেন।

#Source: online/Digital/Social Media News   # Representative Image

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

বিনোদন
Related News