Flash News
Tuesday, September 23, 2025

আকাশপথে-ই ভেঙে পড়ল চপার, কেদারনাথ যাওয়ার পথে প্রাণ গেল পাইলট সহ ৬ জনের

banner

journalist Name : Uddyaloke Bairagi

#Pravati Sangbad Digital Desk:

কেদারনাথ যাওয়ার পথেই ভয়াবহ চপার দূর্ঘটনা। মাঝ আকাশেই প্রাণ গেল ২ পাইলট সহ ৪ পুণ্যার্থীর। উত্তরাখণ্ডের এই ভয়ানক ঘটনায় শিহরিত দেশবাসী। মঙ্গলের‌ দুপুরেই অমঙ্গলের দামামা। বুক ভরা আশা নিয়ে সকলে বেরিয়েছিলেন আকাশপথে কেদারনাথ দর্শনে। উত্তরাখণ্ডের ফাটা নামক এক গ্রাম থেকে পাড়ি দিয়েছিলেন কেদারনাথ এর উদ্দেশ্যে। যদিও সেই আশা নিমেষের মধ্যেই পরিণত হলো গভীর নিরাশায়। রুদ্রপ্রয়াগের ফাটা এলাকার গারু চট্টিতে মাঝ-আকাশে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে কপ্টার। আচমকাই তীব্র গতিতে নীচের দিকে নামতে থাকে পুণ্যার্থী বাহী ওই চপার। মাত্র কয়েকটা সেকেন্ডের ব্যবধান। মুহূর্তের মধ্যে লুটিয়ে পড়ে মাটিতে। ছিন্নভিন্ন হয়ে যায় এক একটি দেহ। সংবাদ সংস্থা ANI সূত্রে খবর, উত্তরাখণ্ডের এই ঘটনায় প্রাণ গেছে ২ পাইলট সহ ৪ পুণ্যার্থীর। নিহতদের সংখ্যা বাড়তে পারে বলে অনুমান। জানা গিয়েছে কুয়াশাচ্ছন্ন খারাপ আবহাওয়ার কারণেই মাঝ আকাশে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে চপারটি। ঘড়িতে যখন পৌণে বারোটা, ঠিক তখনই আগুন ধরে যায় কপ্টারে। শেষমেষ যাত্রীসহ ভেঙে পড়ে মাটিতে। জানা গিয়েছে, দূর্ঘটনাস্থল থেকে কেদারনাথ এর দূরত্ব হলো মাত্র ৩ কিলোমিটার। এই মর্মান্তিক ঘটনার খবর সামনে আসতেই সেখানে উপস্থিত হন উত্তরাখণ্ডের প্রশাসনিক কর্তারা। জোরকদমে শুরু হয় উদ্ধারকাজ। সূত্রের খবর, প্রতিদিন ফাটা থেকে কেদারনাথ এর উদ্দেশ্যে র‌ওনা হয় মোট ৯ টি চপার। গুপ্তকাশি, ফাটা এবং সিরসি থেকেই এই যাতায়াতের জন্য চপার ধরেন তীর্থযাত্রীরা। যদিও এইধরনের ঘটনা আগে কখনো ঘটেনি বলেই জানাচ্ছে ওই অঞ্চলের ট্রান্সপোর্ট সংস্থা। কিন্তু কেদারনাথ এর মতো এক তীর্থস্থানে এত বড় চপার দূর্ঘটনা ঠিক কিভাবে ঘটল তা জানতে ইতিমধ্যেই গঠন করা হয়েছে বিশেষ বোর্ড।


#Source: online/Digital/Social Media News   # Representative Image

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

দুর্ঘটনা
Related News