Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

গ্রাউটিং করে ৭০ থেকে ৮০ শতাংশ জল বন্ধ করা গিয়েছে, বৌবাজার মেট্রো নিয়ে বাড়ছে উদ্বেগ

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

গতকাল ভোর রাতে বৌবাজারের মদন দত্ত লেনের বেশ কিছু বাড়িতে ফাটল দেখা গিয়েছিল। তড়িঘড়ি বাড়ি থেকে বেরিয়ে আসেন বাসিন্দারা। ২০১৯ সালের স্মৃতি যেন তাদের পিছু ছাড়তে নারাজ। কলকাতা মেট্রো কতৃপক্ষ সূত্রে খবর, ৭০ থেকে ৭৫টি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে, রয়েছে বহু দোকানও। সবই সারাই করে দেবে মেট্রো কতৃপক্ষ। তাছাড়া দেওয়া হবে এককালীন ৫ লক্ষ টাকা। তবে মেট্রো সূত্রে খবর, ট্যানেলে জল বেরোতে থাকার কারণেই এই বিপত্তি। তবে এখনও পর্যন্ত পুরোপুরি ভাবে জল বন্ধ না হলেও ৭০ থেকে ৭৫ শতাংশ মতো জল বন্ধ করা গেছে। বিশেষজ্ঞদের মতে, মেট্রোর ট্যানেলে জল বেরিয়ে আসার কারণেই ওপরের মাটি আলগা হয়ে ফাটল দেখা দিয়েছে একাধিক বাড়িতে। তবে সঠিক পদ্ধতিতে গ্রাউটিং করে বন্ধ করা গিয়েছে জল। গতকাল রাতেও ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে এসেছিলেন মেট্রো কতৃপক্ষ। তাদের মতে, আপাতত আরও কিছুটা সময় লাগবে জল বন্ধ করার জন্য। অন্যদিকে আজ বেলা ১২টা নাগাদ মেট্রো কতৃপক্ষের সাথে বৈঠকে বসেছিলেন মেয়র ফিরহাদ হাকিম। বারংবার একই সমস্যা থেকে নিস্তার পাওয়ার উপায় নিয়ে চলে দীর্ঘক্ষণ আলোচনা। মেট্রোর সূত্রে খবর, যথেষ্ট সাহায্য করছেন মেয়র ফিরহাদ হাকিম। সমস্যার সমাধানে আগ্রহী তিনিও। অন্যদিকে বৌবাজার মেট্রোর কাজ শেষ না হলে হাওড়া মেট্রো চালু করা কোনোভাবেই সম্ভব নয়। তাই বৌবাজার মেট্রোকেই পাখির চোখ করছে নির্মাণকারী সংস্থা কেএমআরসিএল।

#Source: online/Digital/Social Media News   # Representative Image

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

কলকাতা
Related News