Flash News
    No Flash News Today..!!
Saturday, January 10, 2026

বন্ধ হচ্ছে কার্টুন নেটওয়ার্ক? আবেগে ভাসছেন নেটিজেনরা!

banner

journalist Name : Uddyaloke Bairagi

#Pravati Sangbad Digital Desk:

৯'র দশকের ছেলেমেয়েরা যেন হাতের মুঠোয় বিশ্ব পেয়েছিল! সকাল থেকে রাত, বাড়ির টিভিটিতে চলত একটিই চ্যানেল 'কার্টুন নেটওয়ার্ক'। 'টম অ্যান্ড জেরি' থেকে 'বেন টেন' কিংবা 'স্কুবিডু', 'পাওয়ার পাফ গার্লস' থেকে 'জনি ব্র্যাভো', 'অগি এ্যন্ড দ্য কক্রোচেস'। সেসব অ্যানিমেশন সিরিজ গুলি ছিল যেন এক একটি আবেগের ঝুলি। সময়ের সাথে সাথে বদলে গিয়েছে চ্যানেলের নাম, বদলেছে লোগোটিও। কিন্তু পরিবর্তন হয়নি কার্টুন নেটওয়ার্কের সেই ম্যাজিক। কমতি হয়নি চ্যানেলের দর্শক সংখ্যাতেও। কিন্তু কিছুদিন আগেই চ্যানেলের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করে হঠাৎ জানানো হয় "কার্টুন নেটওয়ার্ক চুক্তিবদ্ধ হয়েছে প্রযোজনা সংস্থা ওয়ার্নার ব্রাদাসের সঙ্গে"। তবে কি সত্যিই আর থাকছে না সেই পুরনো কার্টুন নেটওয়ার্ক? চ্যানেলের এই বিবৃতি প্রকাশ্যে আসতেই মন খারাপ কার্টুনপ্রেমীদের। বর্তমান প্রজন্ম আর দেখেনা কার্টুন। সকলেই ব্যস্ত ফেসবুক - ইনস্টাগ্রামে। তবুও জনপ্রিয়তা লোপ পায়নি কার্টুন চ্যানেলগুলির। এমনকী, কার্টুন নেটওয়ার্কের বন্ধ হওয়ার খবর শুনে দুঃখ প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মাও। অনুষ্কা তাঁর ইনস্টাগ্রামে স্টোরি শেয়ার করে কার্টুন নেটওয়ার্কের প্রতি তাঁর ভালবাসার কথাও জানিয়েছেন। কেবল তারকারাই নন, সোশ্যাল মিডিয়ায় যখন শোকপ্রকাশে ব্যস্ত নেটিজেনরা, ঠিক সেই সময়ই খুশির খবর নিয়ে এল চ্যানেল কর্তৃপক্ষ। কার্টুন নেটওয়ার্ক চ্যানেলের তরফ থেকে টুইট করে হঠাৎ জানানো হল, 'বন্ধ হচ্ছে না কার্টুন নেটওয়ার্ক। বরং তিরিশ বছরে পা দিয়ে একেবারে নতুন করে আসছে।' চ্যানেলের এই টুইট পড়ে কিছুটা স্বস্তিতে কার্টুনপ্রেমীরা।

#Source: online/Digital/Social Media News   # Representative Image

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

বিনোদন
Related News