Flash News
Tuesday, September 23, 2025

তুরস্কের কয়লাখনিতে বিস্ফোরণে মৃত ২৫! আটকা আর‌ও অনেকে।

banner

journalist Name : Dipendu Majhi

#Pravati Sangbad Digital Desk:

তুরস্কের আমসারা কয়লাখনিতে হঠাৎ ই বিস্ফোরণ হয়ে মারা গেলেন ২৫ জন শ্রমিক। সূত্রের খবর, মাটির নীচে এখন‌ও চাপা আছেন অনেক শ্রমিক।
বিবিসি র খবর অনুযায়ী, সন্ধ্যা ৬:৩০ নাগাদ তুরস্কের বার্তিন প্রদেশে শুক্রবার হঠাৎ ই বিস্ফোরণ ঘটে যার জন্য এই বিপত্তি। প্রায় ১১০ জন শ্রমিক সেখানে কর্মরত অবস্থায় ছিলেন ও প্রায় ৩০০ মিটারের‌ও বেশি গভীরে। মৃত শ্রমিক ছাড়াও প্রায় ১১ জন শ্রমিক কে এখন‌ও পর্যন্ত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। রাতেই উদ্ধার কর্মীরা অনেককে উদ্ধার করেছেন। খনিতে আটকা পড়া শ্রমিকদের স্বজনরা ভিড় করেছেন খনি এলাকায়। সবাই নিজের প্রিয়জনদের জন্য উদ্বিগ্ন। খনির প্রায় তিনশ থেকে সাড়ে- তিনশ মিটার গভীরে কর্মরত ৪৯ জন শ্রমিককে এখনও পর্যন্ত উদ্ধার করা যায়নি । অথচ স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সয়লু দাবি করেছেন যে, প্রাণপনে চেষ্টা চালানো হচ্ছে তাদের উদ্ধারের জন্য । 

বিস্ফোরণের প্রকৃত কারণ এখন‌ও অজানা। তা তদন্তসাপেক্ষে, তবে জ্বালানি মন্ত্রী র কথা অনুযায়ী, এর পিছনে রয়েছে ফায়ারড্যাম্প ! ফায়ারড্যাম্প হল কয়লা খনির ভিতরে মিথেন গ্যাসের এক ধরণের মিশ্রণ। তিনি ঘটনার জন্য অত্যন্ত দুঃখ প্রকাশ করেছেন। 

তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এরদোয়ান সম্ভবত শনিবার ঘটনাস্থল পরিদর্শনে যাবেন। আহতদের ক্ষয়ক্ষতি বিষয়ে আমসারা মেয়র উদ্বেগ প্রকাশ করেছেন। খনি থেকে উদ্ধার হওয়া একজন শ্রমিকের কথা অনুযায়ী, " ভেতরে ধুলো , ছাই আর ধোঁয়া ছাড়া কিছুই দেখতে পাইনি। আসলে যে কী হয়েছে আমরা কিছুই জানি না।" এ যেন ২০১৪ সালের কয়লা খনির বিস্ফোরণের পুনরাবৃত্তি! সেবার মারা গিয়েছিলেন প্রায় ৩০১ জন। তবে এক্ষেত্রে নিহতের
সংখ্যা ততটাই হবে কি না, তাই এখন দেখবার বিষয়!

#Source: online/Digital/Social Media News   # Representative Image

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

দুর্ঘটনা
Related News