Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

পাঁশকুড়া যাওয়ার পথেই বিপত্তি, বিকট শব্দে থামল হলদিয়া - হাওড়া লোকাল

banner

journalist Name : Uddyaloke Bairagi

#Pravati Sangbad Digital Desk::

সাত সকালেই বিপত্তি। বিকট শব্দে থামল পাঁশকুড়া গামী চলন্ত ট্রেন। বিপদ বুঝে তাড়াহুড়োয় আহত বহু যাত্রী। তদন্তে নেমেছে রেলের বিশেষ টিম।
শুক্রবারের সকাল। কেউ যাচ্ছিলেন অফিস, তো কেউ আবার ব্যবসার কাজে। কেউ যাচ্ছিলেন হাসপাতালে, আবার কেউ ভ্রমণে। ঠিক সেই সময়ই ঘটে যায় চরম বিপত্তি। হঠাৎই যাত্রীদের কানে আসে এক বিকট শব্দ। সেকেন্ডের মধ্যে থমকে যায় আস্ত ট্রেন‌টিও। স্বাভাবিকভাবেই মূহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। কিছুক্ষণের মধ্যেই ট্রেন থেকে নামার হিড়িক পড়ে যায় যাত্রীদের মধ্যে। নামার সময় চরম হুড়োহুড়িতে পদপিষ্ট হন অনেকেই। অসুস্থ হয়ে পড়েন বহু মানুষ। এদিন ঘটনাটি ঘটেছে পাঁশকুড়া গামী হলদিয়া - হাওড়া লোকালে।
সূত্রের খবর, ঘটনা জানাজানি হতে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হন রেলের আধিকারিকরা। বিদ্যুতের তার ছিঁড়েই এই বিপত্তির সৃষ্টি বলে প্রাথমিকভাবে অনুমান করছেন রেল কর্তৃপক্ষ। যদিও পূর্ণাঙ্গ তদন্তের পর‌ই জানা যাবে এই দূর্ঘটনার আসল কারণ বলে দাবি রেলের।
ঘটনার জেরে ওই লাইনে দীর্ঘক্ষণ ব্যহত থাকে ট্রেন চলাচল। চরম ভোগান্তির শিকার হতে হয় যাত্রীদের। কারোর চোখেমুখে আবার তখন‌ও আতঙ্কের ছাপ স্পষ্ট। কাউকে বিকল্প পথ ধরে‌ই পৌঁছাতে হয় গন্তব্যে। তো আবার কিছুজনকে দেখা যায় সেখানেই অসহায়ভাবে বসে পুনরায় ট্রেন চলাচলের অপেক্ষা করতে। সংবাদমাধ্যমের কাছেই কেউ আবার উগরে দিয়েছেন ক্ষোভ। শুক্রবারের এই ঘটনা চরম অস্বস্তিতে ফেলেছে রেল-কে। প্রশ্ন উঠছে রেলের পরিকাঠামো নিয়েও। একটু সাবধানতা অবলম্বন করলে হয়ত এদিন দেখতে হতো না যাত্রীদের।

#Source: online/Digital/Social Media News   # Representative Image

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

দুর্ঘটনা পরিবহন আজকের দিনে
Related News