Flash News
Monday, September 22, 2025

ভারত - পাকিস্তান ম্যাচের আগে সূর্যকুমার কে নিয়ে বড়ো মন্তব্য রিজ‌ওয়ানের!

banner

journalist Name : Dipendu Majhi

#Pravati sangbad Digital Desk:

গত ২৩ শে অক্টোবর ভারত আর পাকিস্তানের ম্যাচের মাধ্যমে শুরু হতে চলেছে ভারতের বিশ্বকাপে পথচলা। গতবার পাকিস্তানের কাছেই নাস্তানাবুদ হতে হয়েছিল মেন ইন ব্লু কে। তাই এবার স্বাভাবিক ভাবেই পাকিস্তানের বিরুদ্ধে জিততে বদ্ধপরিকর ভারত। অন্যদিকে এমনিতেই সবসময় ভারত- পাকিস্তান ম্যাচে থাকে এক আলাদা রকমের উত্তেজনা এবং চাপ , তার উপর গতবারের হারের বদলা নেওয়ার চাপ এবং দলের একাধিক তারকা বুমরাহ, জাদেজা , চহর দের উপস্থিত না থাকা ভীষণ ভাবে ভাবিয়ে তুলছে ভারতকে। এমতাবস্থায়, বিশ্বের এক নম্বর টি ২০ ব্যাটসম্যান মহম্মদ রিজ‌ওয়ান কী বললেন ভারতীয় নবাগত তারকা সূর্ কুমার সম্পর্কে? 

বর্তমানে ৮৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে জায়গা করেছেন রিজ‌ওয়ান , অন্যদিকে ৮৩৮ পয়েন্টের অধিকারী সূর্য কুমার রয়েছেন দ্বিতীয় স্থানে। ২০২২ দুই জনের জন্য ই ছিল অসাধারণ গুরুত্বপূর্ণ । এক্ষেত্রে প্রথম স্থানাধীকারী দ্বিতীয় স্থানে থাকা প্রতিবেশী দেশের খেলোয়াড় সম্বন্ধে কী বললেন?
তাঁর কথায় : " সূর্ কুমার একজন অসাধারণ প্লেয়ার। যে কোনো পরিস্থিতিতে খেলতে পারার ক্ষমতা রাখা ও ম্যাচ ঘুরিয়ে দেওয়ার দক্ষতা ওর মধ্যে রয়েছে।"
ভারতের তুলনায় পাকিস্তানের তারকারা এক্ষেত্রে অনেক বেশি ছন্দে রয়েছেন , যদিও বিরাট কোহলির ফর্মে ফিরে আসা এক বড়ো স্বস্তি ভারতীয় দের কাছে। এবার দেখা যাক , ভারত - পাকিস্তান ম্যাচে রিজ‌ওয়ান আর সূর্য কতটা ভাইটাল ফ্যাক্টর হয়ে ওঠেন!

টি-২০ বিশ্বকাপের জন্য ভারত ও পাকিস্তানের দল
ভারতীয় দল: রোহিত শর্মা(অধিনায়ক), কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পান্থ(উইকেটকিপার), দীনেশ কার্তিক(উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, হার্শাল প্যাটেল, অর্শদীপ সিং
স্ট্যান্ডবাই ক্রিকেটার: মোহাম্মদ শামি, শ্রেয়াস আইয়ার, রবি বিষ্ণই এবং শার্দুল ঠাকুর
পাকিস্তান: বাবর আজম(অধিনায়ক), আসিফ আলী, হায়দার আলী, খুশদিল শাহ, শান মাসুদ, ইফতিকার আহমেদ, সাদাব খান, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ রিজওয়ান, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন, নাসিম শাহ, শাহীন আফ্রিদি এবং উসমান কাদির...

#Source: online/Digital/Social Media News   # Representative Image

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News