Flash News
Monday, September 22, 2025

অনলাইন মিটিং অ্যাপ 'জুম' এ দেখা দিয়েছে একাধিক ঝুঁকিপূর্ণ বিষয়। যেকোনো মুহূর্তে হতে পারেন সাইবার অপরাধের শিকার। এমনই রিপোর্ট পেশ কেন্দ্রীয় সংস্থা CERT-IN এর

banner

journalist Name : Uddyaloke Bairagi

#Pravati Sangbad Digital Desk::

আপনি কি ভিডিও কনফারেন্সিং মিটিং এর ক্ষেত্রে ব্যবহার করছেন অনলাই মিটিং অ্যাপ 'জুম'? অজান্তেই করছেন না তো বিরাট বড় ভুল! ইতিমধ্যেই 'জুম' এর একাধিক অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে দেখা মিলেছে বড়সড় গোলযোগ। যা থেকে ব্যবহারকারী নিমেষের মধ্যেই হতে পারেন সাইবার অপরাধের শিকার। এমনটাই মনে করছেন কেন্দ্রের ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম (CERT-IN)। এই সংস্থার একটি রিপোর্টে বলা হয়েছে 'জুম' অ্যাপ হয়ে উঠেছে ব্যবহারকারীর পক্ষে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কেন্দ্রীয় বিশেষজ্ঞরা জানিয়েছেন, 'জুম'-এর বিভিন্ন অ্যাপ্লিকেশনে রয়েছে একাধিক ত্রুটি। যেগুলিকে কাজে লাগিয়ে প্রতারকরা নির্বিচারে নিজেদের কোড কার্যকর করতে পারেন। ব্যবহারকারীদের নিশানা করে করা হতে পারে সাইবার আক্রমণ।

CERT-IN জানিয়েছে জুম অন-প্রিমাইজ মিটিং কানেক্টর এমএমআর 4.8.20220916.131-এর আগের ভার্সান এবং 5.10.6 ও 5.120-এর আগের ম্যাকওএস (স্ট্যান্ডার্ড এবং আইটি অ্যাডমিনের জন্য) মিটিং-এর ক্ষেত্রে জুম ক্লায়েন্ট-এ নিরাপত্তার ফাঁক মিলেছে। যা ব্যবহারকারির পক্ষে অত্যন্ত ঝুঁকির সৃষ্টি করছে।
করোনার পর থেকেই অনলাইন মিটিং অ্যাপগুলির চাহিদা বেড়েছে বহুগুণে। কখনো অফিসিয়াল কাজ আবার কখনো পড়াশোনার কাজে ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে অ্যাপগুলিকে। সেই অ্যাপগুলির মধ্যেই অন্যতম হলো 'জুম' (Zoom)। আর তাতে এমন সুরক্ষাহীনতার ছবি সামনে আসতেই নড়েচড়ে বসেছে সাধারণ মানুষ।

#Source: online/Digital/Social Media News   # Representative Image

Related News