Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

৪১ এ পদার্পণ গম্ভীরের। ফিরে দেখা দুই বিশ্বকাপের অগোচরে থাকা নায়কের মাত্রা!

banner

journalist Name : Dipendu Majhi

#Pravati Sangbad Digital Desk:

গৌতম গম্ভীর! এই নাম টা শুনলেই আমাদের কী মনে পড়ে? এটাই যে, এই মানুষ টা না থাকলে ২০০৭ সালে আর ২০১১ তে আমরা দু' টো বিশ্বকাপ কখন‌ই জিততে পারতাম না। এই দু' ই বিশ্বকাপের নেপথ্যে যে মানুষ টি থেকেছেন তিনি কি ততটা গুরুত্ব পেয়েছেন , যতটা তিনি ডিসার্ভ করতেন? ২০০৭ সালের বিশ্বকাপ ফাইনালে ৭৫ রানের ইনিংস হোক , বা ২০১১ র ওয়ান ডে বিশ্বকাপে ৯৭ রানের অনবদ্য অবদান সবেতেই তিনি নিজের দক্ষতা প্রদর্শন করেছেন। ২৪২ টি আন্তর্জাতিক ম্যাচে তাঁর রান ১০, ৩২৪ । আই পি এলে দু' বার কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হিসেবে তিনি টিমকে ফাইনাল জেতান যথাক্রমে ২০১২ আর ২০১৪ সালে।

তাঁর জন্মদিনে নানা প্রাক্তন ও বর্তমান ক্রিকেটরা তাঁকে উইশ করেছেন। ২০২০ সালে অবসর নেওয়া সুরেশ রায়না হোক, বা বিশ্বকাপ দলের সতীর্থ যথা আমাদের কাছে ছ বলে ছ টা ছয় মারা হিরো যুবরাজ সিং বা মাস্টার ব্লাস্টার সচিন রমেশ তেন্ডুলকর হোক বা ক্রিকেটার নীতিশ রানা সবাই তাঁর ভালোবাসা উগড়ে দিয়েছেন। মহিলা ক্রিকেটের সর্বকালের সেরা ক্রিকেটার মিতালি রাজ ও ট্যুইট করেন । যেখানে নীতিশ লিখেছেন ' সবসময়ের প্রেরণা' তেমনই সচীন লিখেছেন '২০০৭ ও ২০১১ র ' আনসং হিরো'। অন্যান্য ক্রিকেট ভক্তরা ও তাঁর ক্রিকেটের প্রতি অবদান কে স্মরণ করে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। 

২০১৮ সালের ৩ ডিসেম্বর ক্রিকেটের সব ফর্ম্যাট থেকে তিনি অবসর গ্রহণ করেন। বর্তমানে তিনি আইপিএলে লখন‌উ সুপার জায়ান্টস্ এর মেন্টর হিসাবে কর্মরত। এছাড়াও তিনি কযেন্ট্রি , সোশ্যাল অ্যাক্টিভিটি ও রাজনীতি র সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত।
#Source: online/Digital/Social Media News   # Representative Image

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

ব্যক্তিত্ব খেলা ক্রিকেট
Related News