#Pravati Sangbad Digital Desk:
গোয়ার উপকূলবর্তী এলাকায় ভেঙে পড়ল বায়ু সেনাবাহিনী র মিগ ২৯ বিমান। যদিও কোনো ক্ষতি হয়নি পাইলটের। বলা হয় যে বিমান টি তে অত্যাধুনিক রাশিয়ান সিট কে- ৩৬ ডি- ৩.৫ ইঞ্জেকশন এর কেরামতিই এর কারণ। তাই যে বেঁচে গিয়েছেন পাইলট মনে করছেন অনেকেই। যদিও দক্ষতার সঙ্গে বেরিয়ে না আসলে মৃত্যুও হতে পারত। তাঁকে রক্ষা করেন নৌ সেনা । নৌ সেনা সূত্রের খবর, প্রতিদিনের মতো এদিনও মহড়া দিচ্ছিল মিগ বিমানটি। নৌ সেনার ঘাঁটিতে ফেরার সময় হঠাৎ ই যান্ত্রিক গোলযোগ দেখা দেয় বিমানে। আর তখনই পাইলট নিজেকে মুক্ত করে ঝাঁপ দেন বাইরে। বিমান টি মাটিতে পরার পর ই তার জন্য তল্লাশি শুরু হয়। কিছুক্ষণ পরেই যদিও তাকে নিরাপদ ভাবে পাওয়া যায়। মনে করা হচ্ছে, যান্ত্রিক গোলযোগের জন্য ই এই বিপত্তি তবে সেক্ষেত্রে ও প্রশ্ন উঠছে আদতে কি সত্যিই নিরাপদ মিগ বিমান? চলতি বছরে পাখির সঙ্গে ধাক্কা খেয়ে ভেঙে পড়ে মিগ বিমান টি। তার আগে ২০১৯ এও মিগ বিমানের দুর্ঘটনা ঘটে। সেবারেও গোয়ার একটি গ্রামে ভেঙে পড়ে সেটা । যদিও সেবার ও বেঁচে গিয়েছিলেন পাইলট! তবে প্রতিবার প্রাণের ঝুঁকি নিয়ে এভাবে মিগ বিমানে ওড়া টা কতটা নিরাপদ, তা অবশ্যই ভাববার সময় এসেছে।
#Source: online/Digital/Social Media News # Representative Image