Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

বিসিসিআই 'র নতুন জার্সি প্রকাশে ফ্যানসরা বিভক্ত হল দু' ভাগে। সোশ্যাল মিডিয়ায় রোহিত - কোহলি ফ্যানস দের মধ্যে বাধল বিরোধ !

banner

journalist Name : Dipendu Majhi

#Pravati Sangbad Digital Desk:

টি ২০ বিশ্বকাপের জন্য নতুন জার্সি প্রকাশ করল বিসিসিআই। তার কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়া বাহিনী বিভক্ত হল দু' ভাগে। একদল মনে করছে  পুরানো আকাশী নীল কে জার্সিতে ফিরিয়ে এনে পুরোনো ২০০০-র ভারতীয় দলের নস্টালজিয়া ই যেন ফিরিয়ে আনতে চাইছে বিসিসিআই, আবার আর এক দলের যে জার্সি একেবারেই পছন্দ হয়নি তা‌ তাদের উগ্র সমালোচনা থেকেই বোঝা যাচ্ছে। এম পি এলের ওয়েবসাইটে ভারতের এই নতুন জার্সি ই পাওয়া যাচ্ছে ৪০০০ ' র বেশি দামে। এতে অনেকেই বেশ ক্ষুব্ধ। কোনো ইউরোপিয়ান ফুটবল ক্লাবের জার্সির থেকেও এর দাম বেশি বলে অনেকেই ট্রোল করতে ছাড়েনি বি সি সি আই কে।  অনেকেই মনে করছেন এটা অসদুপায়ে টাকা আদায়ের ফিকিড় ছাড়া কিছুই নয়। এক‌ইসঙ্গে আরও একটি বিতর্ক সামনে উঠে এল এ দিন। নতুন জার্সির পোস্টারে রয়েছেন ভারতীয় পুরুষ ও মহিলা দলের অধিনায়ক রোহিত শর্মা ও হরমনপ্রীত ক‌উর , তাঁদের সঙ্গ দিয়েছেন সূর্যকুমার যাদব, শেফালি ভর্মা , হার্দিক পান্ডিয়া ও রেণুকা সিং। কিন্তু সে পোস্টারে নেই বিরাট। কোহলি ফ্যানস রা তাতে অপ্রসন্ন এদিন তারা সোশ্যাল মিডিয়ায় বুঝিয়ে দিলেন। অনেকে তো রোহিত শর্মা কেও ট্রোল করতে ছাড়েননি : " বড়া পাও জেলাস " বলে। তবে ভারতীয় অধিনায়কের থেকে কোনোরূপ প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

ক্রিকেট
Related News