Flash News
Tuesday, September 23, 2025

সরকারি গাড়ি সঙ্কটে বহু আমলা, বাজার দর বাড়লেও বাড়েনি ভাড়া গাড়ির দৈনিক খরচ

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

বর্তমান অগ্নিমূল্যের বাজারে বেড়েই চলেছে নিত্য প্রয়োজনীয় সামগ্রী থেকে শুরু করে রান্নার গ্যাস এবং জ্বালানি তেলের দাম। যাতে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। একনাগাড়ে বেড়েই চলেছে যানবাহনের ভাড়া। এবার সেই তালিকাই নাম লিখিয়েছে সরকারি আমলা থেকে শুরু করে আধিকারিকরা। সাধারণত সরকারি অফিসের বিভিন্ন কাজের জন্য এক জায়গা থেকে অন্য জায়গাই ছুটে বেড়াতে হয় সরকারি আধিকারিক থেকে আমলা দের। কিন্তু বর্তমান বাজার দরের থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে সরকারি অফিসের গাড়ির দৈনিক খরচ। সূত্রের খবর, রাজ্য সরকার যে হিসাবে গাড়ির মালিকদের টাকা দেয় তা অনেকটাই পুরনো। ভারত স্টেজ ২ বা ৩ হিসাবে সরকারি আধিকারিক কিংবা আমলাদের জন্য গাড়ির টাকা দেওয়া হয় মালিক পক্ষকে। যা বর্তমান হিসাবে মাত্র ৪৬৫ টাকা দৈনিক। জানা গিয়েছে বিগত ১৪ বছর ধরে একই রয়েছে গাড়ির দৈনিক ভাড়া। অন্যদিকে গাড়ি গুলির মধ্যে বেশিরভাগই আগামী দুই তিন বছরের মধ্যে মেয়াদ উত্তীর্ণ হবে। রাস্তাই নামার ছাড় পাবে না সেগুলি। এই অবস্থায় কার্যত মাথায় চিন্তার ভাঁজ দেখা দিয়েছে পরিবহণ দফতরের আধিকারিকদের মাথায়। ইতিমধ্যেই সরকারি মালিক পক্ষের তরফ থেকে রাজ্য পরিবহণ দফতরকে চিঠি দিয়ে জানানো হয়েছে তাঁদের সমস্যার কথা। তাঁদের দাবি, দৈনিক ৪৬৫ টাকার তাঁদের কাছে নিজস্ব বলে কিছুই থাকে না। অন্যদিকে সেই টাকা থেকে রোড ট্যাক্স, গাড়ির চালকদের খোরাকি থেকে শুরু করে ব্যাঙ্ক লোণ সবকিছুই মেটাতে হয়। বর্তমানে সেই ভাড়া দৈনিক হিসাবে হওয়া উচিৎ ১৩০০ থেকে ১৪০০ টাকার কাছাকাছি। পাশাপাশি সরকারের নিজস্ব গাড়ির সংখ্যা মাত্র ২০ হাজারের কাছাকাছি, যাতে উচ্চপদস্থ আমলা ছাড়া কেউ সাওয়ার হন না। তার মধ্যে কিছু রয়েছে লাক্সারি গাড়ি। সেইগুলিরও খরচ আগের থেকে অনেকটাই বেড়েছে কিন্তু সেই অর্থে বাড়েনি সরকারের আর্থিক অনুদান। প্রসঙ্গত, নির্বাচনের সময় প্রচুর পরিমাণে ভাড়া গাড়ি জোগাড় করতে হয় সরকারকে। এই ভাড়া না বাড়লে আগামী দিনে সরকারি আমলাদের গাড়ি পাওয়া কার্যত দুর্বিষহ হয়ে পড়বে বলে মনে করছেন অনেকেই।



 

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

পরিবহন
Related News