Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

আসন্ন বিশ্বকাপ স্কোয়াডে নাম নেই সঞ্জু স্যামসনের। বিতর্কের মুখে রাজস্থান রয়্যালসের তারকার প্রতিক্রিয়া মন জিতে নিল ফ্যানস দের।

banner

journalist Name : Dipendu Majhi

#Pravati Sangbad Digital Desk:

আগামী নভেম্বরে হতে চলা টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে নাম নেই সঞ্জু স্যামসনের। সোমবার বিসিসিআই যে ১৫ জনের নাম উল্লেখ করেছে তার মধ্যে স্থান নেই রাজস্থান রয়্যালসের তারকা ক্রিকেটারের। এমনকী অতিরিক্ত খেলোয়াড় দের তালিকাতেও নেই তার নাম , যেখানে স্থান করেছেন শ্রেয়স আইয়ার,  রবি বিষ্নোই,  মহম্মদ শামি ও দীপক চাহর। স্বাভাবিক ভাবেই সঞ্জু ভক্ত রা খুশি নন এতে। অনেকেই কে এল রাহুল বা ঋষভ পন্থের জায়গায় সঞ্জু স্যামসনকে রাখা উচিৎ ছিল বলে মনে করছেন। যদিও নিউজিল্যান্ড এ টিমের বিরুদ্ধে খেলা ইন্ডিয়া এ টিমের অধিনায়কত্ব করবেন সঞ্জু। এ বিষয়ে পাকিস্তানের প্রাক্তন তারকা ক্রিকেটার দীনেশ কানেরিয়া তাঁর ইউটিউব চ্যানেলে বলেছেন , " বিশ্বকাপে‌র টিমে সঞ্জু কে না রাখার জন্য যে বিরোধিতা বিসিসিআই কে সম্মুখীন হতে হচ্ছে তার জন্য‌ই নিউজিল্যান্ড এ টিমের বিরুদ্ধে অধিনায়কত্ব প্রদান করা হয়েছে তাকে।" তিনি আরও যোগ করেন, " বিশ্বকাপের দলে স্যামসনের  থাকা টা অবশ্য‌ই উচিত ছিল। অস্ট্রেলিয়ার বাউন্সি মাঠে তার মতোন দক্ষ ব্যাটসম্যানের প্রয়োজন ছিল যথেষ্ট ।" এ সমস্ত বিতর্কের মাঝে সঞ্জু র আপলোড করা একটি ভিডিও মন জিতে নিয়েছে ফ্যানস দের। ভিডিও তে তিনি বলেছেন , " পাঁচ বছর আগে যখন আমি ভারতীয় দলে সুযোগ পেয়েছিলাম, তখন তা ছিল বিশ্বের সেরা দল। এখনও বিশ্বের অন্যতম শক্তিশালী দলের মধ্যে একটি। এমন একটা দলে জায়গা করে নেওয়া কখনও ই সোজা নয়। অন্যদিকে ব্যক্তিগতভাবে এই প্রশ্ন গুলো মাথায় আসতেই পারে যে কখন আমি জায়গা করে নেবো দলে? সেক্ষেত্রে পজিটিভ থাকার দিকেই মনোনিবেশ করছি। অন্যদিকে আরও একটা কথা সোশ্যাল মিডিয়া তে ঘুরছে দেখছি। ' কে এল রাহুল বা পন্থের জায়গায় স্থান প্রদান করা উচিৎ ছিল সঞ্জু ' কে। ' এ বিষয়ে বলব, যদি আমি আমার দলের খেলোয়াড়দের সঙ্গেই প্রতিদ্বন্দ্বিতা করতে শুরু করি, তবে আমি আমার দেশকে ছোট করব। তা আমি চাই না।" সঞ্জু স্যামসনের এই ভিডিও আপলোড করার পর‌ই ফ্যানসদের মধ্যে নতুন করে আলোড়ন ওঠে। ব্যক্তিগত স্বার্থ কে উপেক্ষা করে‌ দেশকে বড়ো করে দেখছেন বলে অনেকেই তাকে ' প্রকৃত দেশপ্রেমিক'  বলে অভিহিত করেছেন।


Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

ক্রিকেট
Related News