Flash News
    No Flash News Today..!!
Friday, January 9, 2026

৫১টি শূন্য পদে নিয়োগ করছে বর্ধমান বিশ্ববিদ্যালয়, থাকছে প্রফেসরের মতো একাধিক গুরুত্বপূর্ণ শূন্যপদ

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk :

পিএইচডি’ (PHD), স্নাতকোত্তর চাকুরি প্রার্থীদের জন্য সুখবর। ‘প্রোফেসর’ (Professor), ‘এসোসিয়েট প্রোফেসর’ (Associate Professor) এবং ‘অ্যাসিস্ট্যান্ট প্রোফেসর’ (Assistant professor) পদে নিয়োগ করছে রাজ্যের বিশ্ববিদ্যালয়। সম্প্রতি এই সমস্ত পদের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে বর্ধমান বিশ্ববিদ্যালয়। তাতে বলা হয়েছে ‘প্রোফেসর’ (Professor) পদে ১১ জন, ‘এসোসিয়েট প্রোফেসর’ (Associate Professor) পদে ২২ জন এবং ‘অ্যাসিস্ট্যান্ট প্রোফেসর’ (Assistant professor) পদে ১৮ মোট ৫১টি শুন্য পদে নিয়োগ করবে তারা। ইতিমধ্যে শুরুও হয়ে গিয়েছে আবেদন। চলবে ১৮ই অক্টোবর পর্যন্ত।

 

এবার এক নজরে দেখে নেওয়া যাক পদগুলির জন্য শিক্ষাগত যোগ্যতা। ‘প্রোফেসর’ (Professor) পদে আবেদন করার জন্য প্রার্থীকে ‘পিএইচডি’ (PHD) উত্তীর্ণ হওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকা বাধ্যতামূলক। অন্যদিকে ‘ইউজিসি’ (UGC) তালিকাভুক্ত জার্নালে ১০টি গবেষণা পত্র থাকতে হবে। ‘এসোসিয়েট প্রোফেসর’ (Associate Professor) পদে আবেদন করার জন্য প্রার্থীকে নুন্যতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সেই সাথে থাকতে হবে ভালো অ্যাকাডেমিক রেকর্ড, সেই সাথে বাধ্যতামূলক ‘পিএইচডি’ (PHD)।  অন্যদিকে ‘অ্যাসিস্ট্যান্ট প্রোফেসর’ (Assistant professor) পদে আবেদন করার জন্য সংশ্লিষ্ট বিষয়ে ৫৫ শতাংশ নম্বর নিয়ে স্নাতকোত্তর পাশ হতে হবে প্রার্থীকে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তিনটি পদের জন্যেই আবেদনকারীর বয়স হতে হবে ২৮ থেকে ৪০ বছরের মধ্যে, সেই সাথে মিলবে ‘এসসি’ (SC), ‘এসটি’ (ST), ‘ওবিসি’ (OBC) সম্প্রদায়ভুক্তদের বয়সে ছাড়।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

চাকরি শিক্ষা
Related News