Flash News
Tuesday, September 23, 2025

'এজেন্সি নয় চাকরি চাই, ওরা চাকরি সংকুচিত করছে আর আমরা ঝাঁপিয়ে পড়ছি’, বড় মন্তব্য মমতার

banner

journalist Name : Sumu Sarkar

#Pravati Sangbad Digital Desk:

এজেন্সি চাই না চাকরি চাই, ওরা চাকরি সংকুচিত করছে আর আমরা কর্মসংস্থানের জন্য ঝাঁপিয়ে পড়ছি! এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত নির্বাচনের আগে ‘এজেন্সি চাই না, চাকরি চাই’ এই স্লোগানকে সামনে রেখে লড়াই করার কথা বললেন মমতা। তাঁর দাবি, তৃণমূল চায় কর্মসংস্থান, আর বিরোধীরা তা চায় না। এদিন ফের একবার বামেদের বিরুদ্ধে আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, ৩৪ বছরের একটা ফাইল পাওয়া যাচ্ছে না। তিনি বলেন, ‘চাইলে সবকটাকে ধরে জেলে ভরতে পারতাম। কিন্তু তা করিনি।’ বীরের সম্মান দিয়ে কেষ্টকে বের করে আনতে হবে বলে মন্তব্য করলেন মমতা। কেষ্টকে আটকাতে পারবেন না বলে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা। তাঁর দাবি, অনুব্রত মণ্ডলকে জেলে আটকে রেখে বীরভূম থেকে লোকসভা আসন জিততে পারবে না বিজেপি। বীরভূমের নেতাদের বার্তা দেন তিনি। বলেন, ‘বীরের সম্মান দিয়ে কেষ্টকে বের করে আনতে হবে।' ২৪-এ এমন খেলা খেলব, বুঝতে পারবেন না, মন্তব্য করলেন তৃণমূল নেত্রী। একের পর এক দুর্নীতির অভিযোগে অস্বস্তিতে রয়েছে শাসক শিবির। এরই মধ্যে দলের শীর্ষ নেতৃত্ব কী বার্তা দেয়, সে দিকেই নজর রয়েছে তৃণমূল কর্মীদের।


Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

চাকরি
Related News