Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

দিন দুয়েকের মধ্যেই ফুলদানিতে রাখা ফুল শুকিয়ে যাচ্ছে?দেখে নিন কিভাবে দীর্ঘদিন ফুল সতেজ রাখবেন

banner

journalist Name : Riya Some

#Pravati Sangbad Digital Desk:

আমরা সবাই কম বেশি ফুল দিয়ে ঘর সাজাতে পছন্দ করি।অনেকের বাড়িতেই বসার ঘরে বাহারি ফুল সাজানো থাকে।এমনকি আগেকার দিনে ঘর সাজানোর অন্যতম উপাদানই ছিল বাগানের তাজা ফুল।একথা ঠিকই যে, ঘরের শোভা বৃদ্ধির পাশাপাশি, মনও ভাল রাখে ফুল।কিন্তু বাজার থেকে ফুল কিনে আনার তা ক'দিনের মধ্যেই শুকিয়ে যায়।সুতরাং এক নজরে জেনে নিন কিভাবে সেই ফুল দিনের পর দিন তাজা থাকবে- ● দেখে নিতে হবে ফুলদানিতে কাণ্ডের যে অংশ জলে ডোবানো থাকবে, তাতে যেন কোনো পাতা না থাকে।এতে ফুল তাড়াতাড়ি পচে যাবে।
● যেই ফুলদানিতে ফুল রাখবেন, তা যেন পরিষ্কার থাকে।তবে এটাও খেয়াল রাখতে হবে যে পরিষ্কারের সময়ে যদি ফুলদানির ভিতরে সাবান থাকে, তাহলে ফুলগুলি তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে।
● মনে রাখবেন ফুলের কাণ্ড কাটার সময় ৪৫ ডিগ্রি কোণ করে কাটুন।দীর্ঘ দিন তাজা থাকবে।
● দু’দিন অন্তর অন্তর ফুলদানির জল পাল্টাতেই হবে।তা না হলে ফুল তাড়াতাড়ি শুকিয়ে যেতে পারে। 
এছাড়াও দু’টেবিল চামচ অ্যাপেল সাইডার ভিনিগার, দু’চামচ চিনি ও হাফ চা চামচ ব্লিচ মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে ফুলদানিতে দিন।এই মিশ্রণের ফলে ফুলদানিতে রাখা ফুলগুলি অনেকদিন তাজা থাকবে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

প্রকৃতি
Related News