Flash News
Tuesday, September 23, 2025

চাকরি দেয়ার নামে টাকা তোলার অভিযোগ, বদলি স্বাস্থ্য ভবনের চার কর্মী, বললেন আমরা চক্রান্তের শিকার।

banner

journalist Name : Sumu Sarkar

#Pravati Sangbad Digital Desk:

বান্নের নির্দেশে একসঙ্গে বদলি হলেন স্বাস্থ্য দপ্তরের তিন উচ্চ পদস্থ কর্মী এবং একজন গ্রুপ ডি কর্মী । এই চারজনের নাম দীনেশ ঝা, রাজীব ব্যানার্জি, নির্মাল্য মিত্র এবং পরাগবরণ মিশ্র বলে জানা গিয়েছে। দীনেশ, রাজীব এবং নির্মাল্য স্বাস্থ্য দপ্তরে আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এবং পরাগবরণ গ্রুপ ডি পদে কর্মরত। সকলেই তৃণমূল কংগ্রেস সমর্থিত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন রাজ্য স্বাস্থ্য শাখার সদস্য। রাজীব এই শাখার সম্পাদক। অভিযোগ, স্বাস্থ্য দপ্তরে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে এঁরা কর্মপ্রার্থীদের থেকে টাকা তুলছিলেন। বৃহস্পতিবার এঁদের সকলের বদলির অর্ডারে স্বাক্ষর করেছেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ডা: সিদ্ধার্থ নিয়োগী। তিনজনকে দার্জিলিং এবং একজনকে মুর্শিদাবাদ জেলায় বদলি করা হয়েছে। সকলেই দীর্ঘদিন ধরে স্বাস্থ্য ভবনে কর্মরত ছিলেন। যদিও বদলি প্রসঙ্গে ডা: সিদ্ধার্থ নিয়োগী বলেন, 'এটা রুটিন বদলি। এঁরা দীর্ঘদিন ধরে স্বাস্থ্য ভবনে ছিলেন। তাই স্বাভাবিক নিয়মেই বদলি করা হয়েছে।' পাশাপাশি বদলি হওয়া আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট রাজীব ব্যানার্জি বলেন, 'আমরা সকলেই দলে গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়েছি।' রাজ্য স্বাস্থ্য দপ্তরের একটি সূত্রের অভিযোগ, দীর্ঘদিন ধরেই স্বাস্থ্য বিভাগে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে এঁরা টাকা তুলে যাচ্ছিলেন। শেষপর্যন্ত অভিযোগ গড়ায় নবান্নে। অভিযোগ পেয়েই নবান্নের নির্দেশে এই চারজনকে বদলি করা হয়েছে। অভিযোগ প্রসঙ্গে রাজীব বলেন, 'এটা সম্পূর্ণ একটা চক্রান্ত। অভিযোগ যদি কেউ করে থাকেন তবে সেটা তো তদন্ত করে দেখা উচিত। সেটা না করে এই বদলি করা হল। আসলে আমাদের ইউনিয়নে এক নেতা আছেন যিনি অন্য দল থেকে সদ্য এসেই উচ্চপদে পৌঁছে গেছেন। তাঁর কাজের সঙ্গে আমাদের অনেকেরই বনিবনা হচ্ছিল না। সেজন্যই তিনি এবং তাঁর কয়েকজন সঙ্গীসাথী মিলে চক্রান্ত করে আমাদের বিরুদ্ধে ভুল বুঝিয়ে এভাবে আমাদের বদলি করালেন।'


Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

চাকরি
Related News