Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

২০২২ র বিশ্বকাপের পর নীল জার্সিতে আর না দেখা যেতে পারে কার্তিককে। উঠছে জল্পনা!

banner

journalist Name : Dipendu Majhi

#Pravati Sangbad Digital Desk :

তাঁর জীবন কোনো রূপকথার চেয়ে কম নয়। লড়াই তাঁর জীবনের অন্যতম অস্ত্র, আবার তিনি ভীষণ রকম ধৈর্য্যশীল। নিজ দক্ষতা, পরিশ্রমের উপর নির্ভর করে ৩৭ বছর বয়সেও তিনি ভারতীয় টি ২০ দলের বিশ্বকাপ স্কোয়াডের সদস্য তিনি।
কেরিয়ারের শুরু থেকেই তিনি একজন আন্ডাররেটেড হিরো। শুরুতে মহেন্দ্র সিং ধোনির আড়ালে চাপা পরে যান কার্তিক। ইন্ডিয়ার স্কোয়াডের অংশ হয়েও আজ‌ও তাঁর একজন চরম প্রতিদ্বন্দ্বী বর্তমান ----- ঋষভ পন্থ ! সবসময়ই এক চরম লড়াইয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে তাঁকে। বিদেশি এক চ্যানেলের হয়ে কমেন্ট্রি করতে গিয়ে হঠাৎ ই তাঁর নামের নীচে দেখানো হয় ২০১৯ এ তাঁর কেরিয়ার শেষ হয়ে গেছে , আর আজ তাঁর এই প্রত্যাবর্তন রূপকথার মতোই ! আই পি এলে কে কে আর - এর অধিনায়ক হিসেবে ব্যর্থতা তাঁকে নতুন ভাবে সমালোচনায় ফেলে দেয়, তারপর তিনি যোগ দেন ব্যাঙ্গালোরে, আর সেখানে তিনি ফিনিশার হিসাবে অভাবনীয় দক্ষতার পরিচয় দেন তার জেরেই জাতীয় দলে তাঁর সুযোগ এসেছে।

দাম্পত্য থেকে শুরু করে কেরিয়ার সবেতেই তিনি অনেক প্রতিকূলতা সহ্য করেছেন, তবু তিনি প্রমাণ করেছেন যে তিনি বারংবার ফিরে আসতে জানেন। তবে তাঁর ইচ্ছা ২০০৭ সালের মতো এ বছর ও ভারত ই পাক সেরার শিরোপা। ধোনির নেতৃত্বে সেই দলের‌ও সদস্য ছিলেন তিনি। যদি সত্যিই এখানে তাঁর কেরিয়ার শেষ হয় তবে তিনি অবশ্যই চাইবেন এ বিশ্বকাপ ভারত জিতুক!
#Source: online/Digital/Social Media News   # Representative Image

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

খেলা ক্রিকেট
Related News