Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

ওয়ানডে দলের রদবদল, দলের দায়িত্ব রোহিতের কাঁধে

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

টি-২০ ক্রিকেটে ২২ গজের দায়িত্ব থেকে ইস্তফা নিয়েছিলেন গতমাসেই টি-২০ বিশ্বকাপের পর, আর এবার ওয়ানডে ফরম্যাটেও প্রাক্তন হলেন কিং কোহলি। বুধবারই অবসান ঘটলো ভারতীয় ওয়ানডে ক্রিকেট দলে বিরাট যুগের। নতুন অধিনায়ক হিট ম্যান রোহিত শর্মা। বোর্ডের সিদ্ধান্ত রীতিমত দুঃখজনক বিরাটিয়ানদের কাছে। সাদা বলের ২২ গজে আর অধিনায়কত্ব করতে দেখা যাবে না বিরাট কোহলিকে। সামনেই ভারতীয় দলের দক্ষিণ আফ্রিকা সফর তার আগেই গতকাল অর্থাৎ বুধবার বিসিসিআই তরফ থেকে নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হল। যদিও দক্ষিণ আফ্রিকা সফরে বিরাটই থাকছেন দলের অধিনায়ক, এখনই টেস্ট অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয়নি তাঁকে। তবে সহ অধিনায়কের ভূমিকাই দেখা যাবে রোহিত শর্মাকে। হইত ভারতের পরবর্তী সর্বস্তরের অধিনায়ক হিসাবে এগিয়ে থাকছেন হিট ম্যান, আর সেই কারনেই বোর্ডের নির্বাচক সমিতির এমনটা সিদ্ধান্ত।


টি-২০ অধিনায়কত্ব ছাড়ার সময় বিরাট বলেছিলেন, “তিনি ওয়ানডে এবং টেস্ট ক্রিজে অধিনায়ক হিসাবেই থাকতে চান”, কিন্তু তার ইচ্ছাকে কার্যত নাকচ করলো ভারতীয় ক্রিকেট বোর্ড। গতমাসেই রোহিতের নেতৃত্ব তিন দিনের টি-২০ সিরিজে ইডেন গার্ডেনসে কিউয়ি বধ করেছিল টিম ইন্ডিয়া, আর আবার তার ওপরেই আস্থা রাখছে ভারতীয় ক্রিকেট মহল। ভারতীয় ক্রিকেটে এক ক্যাপ্টেন রীতি মেনে চলা হলেও আবার সেই রীতিতে ছেদ পড়ল। গতকালই প্রোটিয়া সফরে টেস্ট দলের ১৮ জন প্লেয়ারের নাম ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে মাঠের বাইরেই থাকছেন রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শুভমন গিল, রাহুল চাহারেরা। একদিনের ম্যাচে ৪ বছর গুরু দায়িত্ব সামলেছেন বিরাট কোহলি, তার নেতৃত্ব ৯৫ টি ম্যাচ খেলে ভারত, যার মধ্যে ৬৫ ম্যাচে জয়ের শিরোপা ভারতের পকেটে। একটিও আইসিসি ট্রফি জিততে না পারলেও বিরাটের দ্বিপাক্ষিক ফল নেহাত খারাপ নয়। ক্যাপ্টেন কোহলির মোট রান ৫৪৪৯, গড় রান রেট ৭২ এর কিছু বেশি। টি-২০ এর ময়দানেও ক্যাপ্টেন বিরাটের ফল বেশ চমকপ্রদ, ৫০টি ম্যাচে জিতেছেন ৩২ টি ম্যাচেই, ব্যাটে রান এসেছে ১৫৭০। সৌরভ গাঙ্গুলির পরে আগ্রাসী অধিনায়ক একমাত্র কিং কোহলিই। তার আগ্রাসী মনভাব নজর কেরেছিল ভিভিয়ান রিচার্ডসের। টি-২০ ফরম্যাটে অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পরে ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী বলেছিলে, “এর আগে অনেকেই নিজেই ব্যাটিং আরও ভালো করার জন্য ক্যাপ্টেন পদ ছেড়ে দিয়েছিলেন, তার মধ্যে সচিন তেন্দুলকার বা সুনীল গাভাস্কার অন্যতম। বিরাট যথেষ্ট দক্ষ এবং সুকৌশলি অধিনায়ক”। তবে এই ভাবে বোর্ডের সিদ্ধান্তে এক লহমাই সব কিছু কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছে।  গ্রেগ চ্যাপেল বনাম গাঙ্গুলি যুদ্ধে অধিনায়কত্ব হারানোর পর এত বড় সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেট বোর্ড আগে কখনও নেইনি। অধিনায়কত্ব হারালেও ফিরে এসেছিলেন ভারতের সর্বকালের সেরা ক্যাপ্টেন সৌরভ গঙ্গোপাধ্যায়, ভারতীয় ক্রিকেটে এখন বঙ্গ সন্তানের রাজ। প্রশ্ন থেকেই যাচ্ছে বিরাট কোহলিও কি পারবে আবার নিজের জায়গা কেড়ে নিতে। তবে বর্তমান বোর্ড কর্তাদের সাথে ক্রমেই বিরাটের দূরত্ব বাড়ছিল। বোর্ড সচিব জয় শাহ তার কাছে স্যার নয়, বরং সচিবকে জয় বলেই সম্বোধন করেন তিনি। এছাড়াও একের পর এক মতের অমিল দেখা গেছে প্রসাশক মণ্ডলীর সাথে। সব শেষে নতুন অধিনায়ককে অভিনন্দন জানিয়েছেন অনেকেই, ইংল্যান্ডের প্রাক্তন ক্যাপ্টেন মাইকেল ভন রোহিত শর্মার উদ্দেশ্যে টুইট করে বলেন, “বোর্ডের সিদ্ধান্ত অত্যন্ত ইতিবাচক”, এখন দেখার রোহিত যুগে টিম ইন্ডিয়া কেমন দৌড় দেয়।.


Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

দেশ খেলা ক্রিকেট
Related News