Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

ভারতকে হিন্দুরাষ্ট্র করতে হবে, ঘোষণা আরএসএস প্রধানের

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

ভারতকে হিন্দু রাষ্ট্রে পরিণত করতে হবে। গতকাল কলকাতার সভা থেকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভগবত সংঘের কর্মীদের এমনই দায়িত্ব দিলেন। এদিন কলকাতার সায়েন্স সিটিতে সংঘের প্রবীণ নেতা কেশবরাও দীক্ষিত এবং শ্যামলাল বন্দ্যোপাধ্যায়ের স্মরণ সভায় যোগ দিয়েছিলেন সংঘ প্রধান মোহন ভগবত। ওই সভাতেই তিনি এমন দায়িত্ব দিয়েছেন কর্মীদের। তিনি আরও বলেন, “ভারতকে এমন এক হিন্দু রাষ্ট্রে পরিণত করতে হবে, যাতে দেশের বাইরে থেকেও মানুষ এসে শিক্ষা গ্রহণ করতে পারে”। সম্প্রপ্তি, দেশের সাম্প্রদায়িক প্রসঙ্গ নিয়ে তিনি দেখা করেছিলেন অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশন এর প্রধান উমের আহমেদ ইলয়াসির সঙ্গে। যদিও সেই সাক্ষাৎকারকে ঘিরে যথেষ্ট জল ঘোলা হয়েছে। এদিন কলকাতার সভায় ভগবতের কথা শুনে অনেকেই মনে করেছেন, তিনি হয়তো ক্ষত মেরামতির কাজ করছেন। এদিন কলকাতার সভায় মোহন ভগবতের পাশাপাশি উপস্থিত ছিলেন, রামদত্ত চক্রধর, ড. অজয় নন্দীসহ অদ্বৈতচরন দত্ত প্রমুখ। নিজের জীবনকে সমাজের জন্য মানুষের কাজে নিয়োজিত করার কথাও বলেন আরএসএস প্রধান মোহন ভগবত। তবে বিশেষজ্ঞদের অনেকের বক্তব্য অবশ্য, পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হলে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএসকেও বাতিল করা উচিৎ, কারণ এই দুই দলই ধর্ম নিরপেক্ষ নয়।


#Source: online/Digital/Social Media News   # Representative Image

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

কলকাতা
Related News