Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

নিখোঁজ মানিক ভট্টাচার্য! যাদবপুর থানায় অভিযোগ দায়ের করলেন এসিপি

banner

journalist Name : Suchorita Bhuniya

#Pravati Sangbad Digital Desk:

টেট পরীক্ষার ওএমআর শিট হারানো সংক্রান্ত অভিযোগের তদন্তের জন্য আবার সিবিআইকে নির্দেশ দিল হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আদালতে এই মামলার শুনানি হয়। সেখানে দীর্ঘ শুনানির পর টেট পরীক্ষার বই কেন নষ্ট করা হল তা নিয়ে সিবিআই তদন্তের নির্দেশও দিয়েছে আদালত। এমনকি মানিক ভট্টাচার্যকেও এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে আদালত। এমনকি রাত আটটা নাগাদ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হওয়ার কথাও জানানো হয়েছে। রাত আটটার পর সিবিআই অফিসে হাজির হননি মানিক ভট্টাচার্য। তবে আদালত সাফ জানিয়ে দেন, রাত ৮টার মধ্যে মানিকের উপস্থিতি নিশ্চিত করতে হবে পুলিশকে। আর সেই আদেশের অনুলিপি হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল এসিপিকে দিয়েছেন। এরপর শুরু হয় মানিকের খোঁজ। তদন্তকারীরা এমনকি বিধায়কের যাদবপুরের বাড়িতেও গিয়েছিলেন। সেখানে জানানো হয়, মানিকবাবু সকালে চলে গেছেন। কিন্তু খুঁজে না পেয়ে অবশেষে থানায় ডায়েরি করে পুলিশ। আদালতের আদেশ বাস্তবায়ন না হওয়ায় মানিকের বিরুদ্ধে এই ডায়েরি করা হয়েছে। অন্যদিকে মানিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে সিবিআই। কিন্তু ফোন বন্ধ পাওয়া যায়। কিন্তু সিবিআই আধিকারিকরা নিজাম প্যালেসে মানিক ভট্টাচার্যকে জেরা করতে প্রস্তুত ছিলেন। কিন্তু মানিক কোথায়? তবে একটি সূত্র বলছে, তিনি দিল্লিতে রয়েছেন। আজ সুপ্রিম কোর্টে তার একটি মামলা ছিল। আজ রাতের জন্য সুপ্রিম কোর্ট থেকে সুরক্ষা পেয়েছেন। আগামীকাল আবার শুনানি। আর তা দেখেই জানা যায় পরবর্তী ব্যবস্থা।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

দুর্নীতি
Related News